Tuesday, August 26, 2025

প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে আদালত অবমাননার মামলায় অব্যাহতি দিল হাইকোর্ট

Date:

প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালত অবমাননা মামলায় অব্যাহতি দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার হাইকোর্টের নির্দেশ অনুসারে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য আদালতে সশরীরে হাজির দেন।আদালতে তিনি জানান, ইতিমধ্যেই মামলাকারীদের শিক্ষক পদে নিয়োগপত্র পশ্চিম মেদিনীপুর পর্ষদের তরফে পৌঁছে দেওয়া হয়েছে৷ মামলাকারীরা হাতে নিয়োগপত্র পেয়েও গিয়েছেন।

 

শুনানি চলাকালীন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আপনি সর্বোচ্চ পদে রয়েছেন এবং আপনি একজন শিক্ষক ।মামলাকারীরা আপনার সন্তানের সমতুল৷ আপনার অনেক টাকা থাকতে পারে ,কিন্তু যারা মামলা করেছেন তারা গত দু’বছর ধরে হাইকোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন অনেক কষ্ট করে। বিষয়টা আপনার অবশ্যই নজর দেওয়ার প্রয়োজনীয়তা ছিল৷ কিন্তু আপনি তা করেননি৷ হাইকোর্টে এমন একাধিক মামলা রয়েছে৷ এই বিষয়গুলো আপনি যদি বিবেচনা করেন এবং আপনি যদি সঠিক সময়ে সিদ্ধান্ত নেন, তাহলে ভালো হয়৷ বিচারপতি বলেন, আমি আশা করবো যে সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, সেই মামলাগুলির দিকে লক্ষ্য রেখে অবিলম্বে মামলাকারীদের সুরাহার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে যে সমস্ত পদ খালি হবে এবং সেই পদে নিয়োগ হবে, তা যাতে অতি দ্রুত দেখুন৷ পাশাপাশি যাতে স্বচ্ছতার সাথে হয় আপনি ব্যক্তিগতভাবে সেদিকেও নজর দেবেন, আপনার কাছে এই প্রত্যাশা করে আদালত।

 

এর উত্তরে মানিক ভট্টাচার্য আদালতে জানান, আমি অত্যন্ত দুঃখিত৷ আমি সত্যিই তাদের পিতার সমতুল্য৷ বিভিন্ন সমস্যার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়, তবে আমরা চেষ্টা করি যাতে আবেদনকারীরা উপযুক্ত সুরহা পান৷ আমি ভবিষ্যতে সেদিকে অবশ্যই নজর রাখব।” এর পরই আদালত অবমাননা সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।ওই মামলা থেকে রেহাই দেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে৷

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version