বাঁশদ্রোণীর পর ফের রাতের কলকাতায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল একদল দুষ্কৃতী।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মিন্টো পার্কের কাছে গোর্কি সদনের সামনে । বেশ কিছুক্ষণ ধরে বচসার পর হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পঙ্কজের কাঁধে গুলি লাগায় অল্পের জন্য রক্ষা পান তিনি। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গেছে, রবিবার রাতে পার্ক সার্কাসে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন পঙ্কজ ও তাঁর কয়েকজন বন্ধু। সেখান বাড়ি ফেরার সময় গোর্কি সদনের সামনে দুষ্কৃতীরা ঘিরে ধরলে গাড়ি থেকে নেমে আসেন ব্যবসায়ী ও তাঁর বন্ধুরা। তাঁদের সঙ্গে ওই দুষ্কৃতীদের বচসা শুরু হয়। এরপর শুরু হয় ধস্তাধস্তি হয় বলেও অভিযোগ। এরইমধ্যে বন্দুক বের করে গুলি চালায় দুষ্কৃতীদের মধ্যে একজন। সেই সময় গাড়িতে পঙ্কজ সহ চার জন ছিলেন। তাঁরাই পঙ্কজকে উদ্ধার করে সিএমআরআই হাসপাতালে নিয়ে যায়।আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেতেই ঘটনাস্থলে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার সরনী থানার পুলিশ।খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যবসা সম্পর্কিত কারণেই তাঁর উপর হামলা হয়েছে।যদিও পরিবার সূত্রের দাবি, পরিকল্পনামাফিকভাবেই তাঁকে খুনের চেষ্টা করেছে দুষ্কৃতীরা।
