Thursday, August 28, 2025

২০২২-এর এপ্রিল মাসের প্রথম থেকেই কি শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) সূত্রে খবর, ২০২২-এ এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর জন্য প্রস্তাবিত রুটিন রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।

সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মার্চ মাসের মাঝামাঝি সময়ে। কিন্তু গত বছর করোনা অতিমারি পরিস্থিতির কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, পুজোর পরে স্কুল চালু করার কথা। এক্ষেত্রে সংসদের আধিকারিকদের মতে, পুজোর পরে স্কুল চালু হলে উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ক্লাস নেওয়ার সময়সীমা প্রায় পাঁচ মাস পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে ক্লাসরুমে ক্লাস করিয়ে সিলেবাস শেষ করানো সম্ভব।

আরও পড়ুন: সতর্ক ভারত: তালিবানকে ভালো করে বুঝতে বিশেষ পাঠ BSF, CRPF-কে

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২-এর কবে থেকে শুরু করা যেতে পারে তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। এরমধ্যেই আইসিএসই বোর্ড সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে। কিন্তু সংসদ যে আপাতত সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিতে রাজি নয় তা স্পষ্ট।

ইতিমধ্যেই প্রত্যেকটি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু করা যেতে পারে তা নিয়ে প্রস্তাবিত রুটিন রাজ্য সরকারের কাছে পাঠানোর পরই তৎপর হয়েছে মধ্যশিক্ষা পর্ষদও।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version