Tuesday, August 26, 2025

কে দিয়েছিল বিজ্ঞাপনের অনুমোদন? যোগীকে চাপে ফেলে এবার আরটিআই তৃণমূলের

Date:

বিধানসভা নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি ঠিক করতে রাজ্যে উন্নয়নের বিজ্ঞাপন দিয়েছিলেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। তবে সেই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে কলকাতার ‘মা’ উড়ালপুলের(Maa flyover) ছবি। লজ্জাজনক এই ঘটনায় দায় অবশ্য ইতিমধ্যেই সংবাদপত্রের উপর চাপিয়ে দিয়েছে যোগী সরকার। তবে তাতে বিতর্ক আরো বেড়েছে। প্রশ্ন উঠছে তবে কি সরকারের বিজ্ঞাপন এখন সংবাদপত্র তৈরি করছে? আর যদি করেও থাকে তবে সরকারের অনুমতি ছাড়া সেই বিজ্ঞাপন প্রকাশ হয় কী করে? টালমাটাল এহেন পরিস্থিতির মাঝেই এবার যোগীর বিজ্ঞাপন বিতর্কে তথ্যের অধিকার আইনে (RTI) লিখিত জবাব চাইল তৃণমূল(TMC)।

সম্প্রতি বিজ্ঞাপন বিতর্কে একাধিক প্রশ্নের জবাব চেয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে আরটিআই করেছেন তৃণমূল নেতা সাকেত গোখলে(Saket Gokhale)। তাতে প্রশ্ন করা হয়েছে এই বিজ্ঞাপনের অনুমোদন কে দিয়েছিল? সংবাদপত্রের সঙ্গে সরকারের বিজ্ঞাপন বিষয়ক যে চুক্তি হয়েছে তার প্রতিলিপিও চাওয়া হয়েছে তৃণমূলের তরফে। শুধু তাই নয় সাকেত গোখলে আরও জানতে চেয়েছেন ‘বিজ্ঞাপন কে বানায়, সরকার নাকি সংবাদ মাধ্যম?’

আরও পড়ুন:ঘরের মেয়ের পাশে জনজোয়ার, টিবরেওয়ালকে ঘিরে বিজেপির অন্তর্কলহ

উল্লেখ্য, গত রবিবার সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ তুলে ধরে এক বিজ্ঞাপন প্রকাশ করে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। তবে সেই বিজ্ঞাপনে দেখা যায় অনেকখানি জায়গা জুড়ে বিজ্ঞাপনটিতে জায়গা পেয়েছে কলকাতার মা ফ্লাইওভার। এমনকি এই ফ্লাইওভারের পাশে শহরের এক বিলাসবহুল হোটেল এবং কলকাতা শহরের অন্যতম হলুদ ট্যাক্সিও নজরে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই কার্যত মুখ পোড়ে যোগী আদিত্যনাথের। এই অবস্থায় গোটা ঘটনার দায় সংবাদমাধ্যমের ওপর চাপায় সরকার। তবে সরকারের বক্তব্য অবশ্য যুক্তিগ্রাহ্য হয়ে ওঠেনি। এমন পরিস্থিতিতে উত্তরপ্রদেশে বিজেপি সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিল তৃণমূল।

 

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version