Sunday, May 4, 2025

উত্তরপ্রদেশ নির্বাচনের আগে নিজেদের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে, এরাজ্যের উন্নয়নের ছবি ব্যবহার করে যেভাবে প্রথম থেকেই নিজেদের “চৌর্যবৃত্তির” ছবি তুলে ধরেছে যোগী সরকার তার বিরুদ্ধেই সোমবার তৃণমূল নেতা ও আরটিআই বিশেষজ্ঞ সাকেত গোখলে উত্তরপ্রদেশ সরকারের কাছে একটি আরটিআই করে কৈফিয়ৎ দাবি করেছেন।
রবিবার বিভিন্ন সংবাদপত্রে ফলাও করে বিজেপি শাসিত যোগীর রাজ্যের উন্নয়নের যে ছবি তুলে ধরা হয়েছে। তা যে আদতে এরাজ্যে পরপর তিনবার ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের উন্নয়নের ছবি তা সকলের কাছেই স্পষ্ট হয়ে যায়।
এর পরেই সারাদিনই বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজেদের এই চুরি বিদ্যার জন্য ট্রোলড হতে থাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তার দল বিজেপি ।যদিও রাজ্য বিজেপির তরফ থেকে এর সাফাই দেওয়ার জন্য বেশ কিছু দুর্বল যুক্তিকে সামনে আনা হয়,যা তাদের নিজেদের কাছেই খুবই হাস্যকর লাগে।

 আরও পড়ুন- ভোট-পরবর্তী হিংসা মামলায় সোমবার রাজ্যের আবেদন শুনবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ
এরপরই আরটিআই বিশেষজ্ঞ সাকেত গোখলে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে একটি আরটিআই করে বেশকিছু বিষয়ে প্রশ্ন তুলে ধরেন।
১.যদি বিজ্ঞাপনটি ভুয়ো হয় তাহলে কেন সেটি উত্তরপ্রদেশ সরকার বা ইন্ডিয়ান এক্সপ্রেস দ্বারা তৈরি করা হয়েছে।
২.অজয় বিষ্ট এর দলের পক্ষ থেকে কে এই বিজ্ঞাপনটির অনুমোদন দিয়েছেন
৩. ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে। চুক্তির কাগজ প্রমাণ করেন কে কিসের দায়িত্বে আছেন।
এমনকি শেষে তিনি ওই আরটিআই এ এও উল্লেখ করেন অজয় বিষ্ট এর দলের দ্বারা সংবাদমাধ্যমকে আক্রমণ করা হলে আমাদের রুখে দাঁড়াতে হবে।
প্রসঙ্গত, প্রথম জীবনে যোগী আদিত্যনাথ এরই নাম ছিল অজয় মোহন বিষ্ট। পরে সন্ন্যাসী হিসেবে দীক্ষা নেওয়ার পর তাকে ‘যোগী আদিত্যনাথ’ নাম দেওয়া হয় এবং মহন্ত অবৈদ্যনাথের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়।

 

 

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version