সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা( lasith malinga)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা। আইপিএল থেকে আগেই অবসর নিয়েছিলেন শ্রীলঙ্কার এই বোলার। সেই কারণে এই বছরের গোড়ায় মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দিয়েছিল। ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে যে দলগুলির হয়ে খেলেছেন তিনি, সেই দলগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন মালিঙ্গা।

এদিন টুইটারে মালিঙ্গা লেখেন,” জুতো জোড়া তুলে রাখছি। সব ধরণের ক্রিকেট থেকে সরে যাচ্ছি। আমার এই যাত্রাপথে যাঁদের পাশে পেয়েছি, তাদের সবাইকে ধন্যবাদ। তরুণ প্রজন্মকে আমার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করার জন্য মুখিয়ে আছি।”

২০০৪ সালে দেশের জার্সি গায়ে অভিষেক ঘটে মালিঙ্গার। শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্টে ১০১টি উইকেট রয়েছে তাঁর। একদিনের ক্রিকেটে ২২৬টি ম্যাচে নিয়েছেন ৩৩৮টি উইকেট। দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেছেন ৮৪টি। উইকেট নিয়েছেন ১০৭টি।

আরও পড়ুন:দলগঠনে চমক এসসি ইস্টবেঙ্গলের, অস্ট্রেলিয়ার টমিস্লাভ মর্সেলাকে সই করাল তারা


 

Previous articleত্রিপুরায় লাগাতার হামলা বিজেপির : ক্ষুব্ধ মানিক সরকার বললেন, ‘দেশের কোনও আইনই এখানে চলে না’
Next articleসুস্মিতা দেবকে রাজ্যসভার প্রার্থী করল তৃণমূল, উত্তর-পূর্ব নিয়ে নেত্রীর লক্ষ্য স্পষ্ট: সুস্মিতা