জঙ্গিপুরে জাকির হোসেনের সমর্থনে ভোট প্রচারে TMCP

জঙ্গিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে (Jakir Hossain) রেকর্ড মার্জিনে জেতাতে বুথভিত্তিক প্রচার শুরু করলো তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ও রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষের উপস্থিতিতে জঙ্গিপুর বিধানসভার নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে জঙ্গিপুর বিধানসভার ৩৬৫টি বুথে কর্মীদের প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি মঙ্গলবার মন্ত্রী আখরুজ্জামান ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপস্থিতিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP), ছাত্র পরিষদ (CP) ও এসএফআই (SFI) ছেড়ে প্রায় একশোজন কর্মী তৃণমূল ছাত্র পরিষদে (TMCP) যোগদান করেন। তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তাই করেন। তাই ভোটে জেতার পরেই প্রতিশ্রুতিমতো দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রদের জন্য স্কলারশিপ প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দল ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপির মতো তৃণমূল ভাঁওতা দেয় না। প্রতিশ্রুতিমতো কাজ করে। আগামী দিনে আর লোক খুঁজে পাবে না বিরোধী দলগুলি। জঙ্গিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে রেকর্ড ভোটের মার্জিনে জেতাতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আজ থেকে বুথে বুথে প্রচার শুরু করেছেন।

আরও পড়ুন- বড় সাফল্য দিল্লি পুলিশের, বানচাল করল নাশকতার ছক, গ্রেফতার ৬ জঙ্গি

advt 19

 

Previous articleচলতি মেয়াদে ১৯ সাংসদকে হারালো জাতীয় সংসদ
Next articleআইপিএলে দুই নতুন দলের বিক্রির নিলাম হতে পারে অক্টোবরে : সূত্র