Monday, November 10, 2025

পরীক্ষামূলক ভাবে শুরু “দুয়ারে রেশন”, পাইলট প্রকল্পে ১৫ শতাংশ ডিলার

Date:

যেমন কথা, তেমন কাজ। একুশের ভোটের (West Bengal Assembly Election 2021) আগে তৃণমূল (TMC) নেতৃত্ব প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার পর ‘‘দুয়ারে রেশন’’ (Duare Ration) প্রকল্প চালু হবে। অর্থাৎ, রেশন দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনাকে আর রেশন তুলতে হবে না। এবার সেই প্রতিশ্রুতি রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)। আজ বুধবার থেকে রাজ্যে ‘‘দুয়ারে রেশন’’ প্রকল্প পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে।

খাদ্য দফতর (West Bengal Food Department) সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে এই পাইলট প্রকল্পের আওতায় ১৫ শতাংশ রেশন ডিলারকে আনা হবে। সেই অনুযায়ী, রাজ্যের ২০ হাজারের বেশি রেশন ডিলারের মধ্যে ৩২০০ জনকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই সমস্ত ডিলারদের ৭৫ টাকা অতিরিক্ত কমিশন দেওয়া হবে বলে খাদ্য দফতর জানিয়েছে। সপ্তাহে চারদিন, মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন চালিয়ে শুধু শনিবার রেশন দোকান খোলা রাখতে বলেছে দফতর।

জানা গিয়েছে, বিধিবদ্ধ রেশন এলাকার আওতায় থাকা সাব এরিয়া ও সংশোধিত রেশন এলাকায় ব্লক-পুরসভা ভিত্তিতে ১৫ শতাংশ রেশন ডিলারকে চিহ্নিত করা হয়েছে। ওই রেশন ডিলাররা গ্রাহকদের বাড়িতে গিয়ে খাদ্যদ্রব্য সরবরাহ করবেন। যেহেতু চলতি মাসের মাঝামাঝি সময় থেকে পাইলট প্রকল্পটি শুরু হচ্ছে, তাই আগেই অনেক গ্রাহক দোকান থেকে ইতিমধ্যেই রেশন সংগ্রহ করে নিয়েছেন। যে গ্রাহকরা এখনও রেশন সংগ্রহ করেননি, সেপ্টেম্বরে তাঁদের বাড়িতে ডিলাররা যাবেন। অক্টোবর থেকে আরও বেশি সংখ্যক ডিলারকে পাইলট প্রকল্পের আওতায় এনে নভেম্বর থেকে পুরোপুরি প্রকল্পটি সার্বিকভাবে চালু করতে চায় খাদ্য দফতর।

আরও পড়ুন:কাবুলে এক বাঙালি ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করল তালিবান

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version