Monday, November 10, 2025

এক ভারতীয় (Indian citizen) নাগরিক তথা বাঙালিকে (Bengali) অপহরণ (Abduct) করল তালিবান (Taliban) । জানা গিয়েছে মাথায় বন্দুক ঠেকিয়ে মঙ্গলবার তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে । তার নাম বাঁশরি লাল আন্দে (Banshari Lal Ande) । তিনি আফগান বংশোদ্ভূত ভারতীয় নাগরিক। তাঁর পরিবার রয়েছে দিল্লিতে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলে (Kabul) একটি ওষুধের দোকান রয়েছে বাঁশরি লালের। দোকানে যাওয়ার সময় বাঁশরি লাল আন্দেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের কাছে এই খবর এসেছে। তালিবান বাঁশরিকে অপহরণ করার সময় আরও কয়েকজন ছিল । ভয়ে তার সঙ্গীরা পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু অপহরণ করার আগে তাদের সকলকে তালিবানের নির্মম, নিষ্ঠুর অত্যাচারের শিকার হতে হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বাশরীর খোঁজ করার চেষ্টা চলছে সব রকম ভাবে দিল্লিতে বসবাসকারী বাড়ির পরিবারের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে স্বভাবিকভাবেই তার পরিবারের সকলেই এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন বিদেশমন্ত্রকের পক্ষ থেকে তাদের সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে । ‘ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরাম’-এর প্রেসিডেন্ট তথা শিখ সমাজকর্মী পুনীত সি চন্দলোক এই তথ্য জানিয়েছেন, রোজকারের মতই মঙ্গলবার সকালেও গাড়িতে চেপে ওষুধ দোকানের দিকে রওনা হয়েছিলেন বাঁশরি লাল। তাঁর সঙ্গে দোকানের কয়েকজন কর্মীও ছিলেন। সূত্রের খবর, আচমকাই গাড়ির পিছন দিকে ধাক্কা মারা হয়। গাড়ি থামানোর জন্য গাড়ির উপরে লাথি- ঘুঁষি মারতে শুরু করে জঙ্গিরা । প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গাড়ি থামাতে বাধ্য হয় বাঁশরি । এরপর মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ঘাড় ধরে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে যাওয়া তাঁকে। তার সবুজ রঙের টয়োটা গাড়িতেই অপহরণকারীরা তাকে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version