Saturday, May 3, 2025

এক ভারতীয় (Indian citizen) নাগরিক তথা বাঙালিকে (Bengali) অপহরণ (Abduct) করল তালিবান (Taliban) । জানা গিয়েছে মাথায় বন্দুক ঠেকিয়ে মঙ্গলবার তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে । তার নাম বাঁশরি লাল আন্দে (Banshari Lal Ande) । তিনি আফগান বংশোদ্ভূত ভারতীয় নাগরিক। তাঁর পরিবার রয়েছে দিল্লিতে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলে (Kabul) একটি ওষুধের দোকান রয়েছে বাঁশরি লালের। দোকানে যাওয়ার সময় বাঁশরি লাল আন্দেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের কাছে এই খবর এসেছে। তালিবান বাঁশরিকে অপহরণ করার সময় আরও কয়েকজন ছিল । ভয়ে তার সঙ্গীরা পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু অপহরণ করার আগে তাদের সকলকে তালিবানের নির্মম, নিষ্ঠুর অত্যাচারের শিকার হতে হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বাশরীর খোঁজ করার চেষ্টা চলছে সব রকম ভাবে দিল্লিতে বসবাসকারী বাড়ির পরিবারের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে স্বভাবিকভাবেই তার পরিবারের সকলেই এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন বিদেশমন্ত্রকের পক্ষ থেকে তাদের সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে । ‘ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরাম’-এর প্রেসিডেন্ট তথা শিখ সমাজকর্মী পুনীত সি চন্দলোক এই তথ্য জানিয়েছেন, রোজকারের মতই মঙ্গলবার সকালেও গাড়িতে চেপে ওষুধ দোকানের দিকে রওনা হয়েছিলেন বাঁশরি লাল। তাঁর সঙ্গে দোকানের কয়েকজন কর্মীও ছিলেন। সূত্রের খবর, আচমকাই গাড়ির পিছন দিকে ধাক্কা মারা হয়। গাড়ি থামানোর জন্য গাড়ির উপরে লাথি- ঘুঁষি মারতে শুরু করে জঙ্গিরা । প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গাড়ি থামাতে বাধ্য হয় বাঁশরি । এরপর মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ঘাড় ধরে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে যাওয়া তাঁকে। তার সবুজ রঙের টয়োটা গাড়িতেই অপহরণকারীরা তাকে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version