Saturday, May 3, 2025

দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। রাজ্য সরকার নয়, এমনটা বলছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB) রিপোর্ট। NCRB-এর সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৮ থেকে ২০২০ সাল, এই দুই বছরের পরিসংখ্যান বলছে, দেশের ১৯টি মেগা সিটির মধ্যে কলকাতায় অপরাধের হার সব থেকে কম। বরং, এই দু’বছরে যখন অন্য শহরগুলিতে অপরাধ বেড়েছে, তখন কলকাতায় সেই হার নিম্নমুখী।

দিল্লি থেকে প্রকাশিত ‘’ক্রাইম ইন ইন্ডিয়া ২০২০’’ বা NCRB রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে প্রতি এক লক্ষ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের হার ১২৯.৫। সেখানে দিল্লিতে এই হার ১৬০৮.৬, চেন্নাইয়ে ১৯৩৭.à§§, আহমেদাবাদে ১৩০০, সুরাতে ১৩০০, মুম্বইয়ে à§©à§§à§®.৬। আবার IPC বা ভারতীয় দণ্ডবিধির নিরিখে ২০২০ সালে কলকাতায় অপরাধের হার ১০৯.৯। সেক্ষেত্রে দেশের অন্যান শহরগুলির মধ্যে দিল্লির অপরাধের হার ১৫০৬.৯, চেন্নাইয়ের ১০১৬.৪, মুম্বইয়ের ২৭২.৪, লখনউয়ের ৫০০.à§©, সুরাতের à§­à§©à§­.à§­, আহমেদাবাদের ৯৬৬.৫।

NCRB-এর সদ্য প্রকাশিত তথ্য বলছে, দেশের মেগা সিটিগুলির মধ্যে ২০১৮ সালে কলকাতায় অপরাধের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৮২। সেখানে ২০১৯ সালে এই সংখ্যা কমে হয় ১৭ হাজার ৩২৪। ২০২০ সালে এই অপরাধের সংখ্যা আরও কমে দাঁড়ায় ১৫ হাজার ৫১৭।

মহিলাদের উপর নির্যাতন মূলক অপরাধের সংখ্যা কলকাতায় প্রায় হয় না বললেই চলে। ২০২০ সালে কলকাতায় পণের বলি হয়েছিলেন ৯ জন। সেখানে দিল্লিতে এই সংখ্যা ১১১, লখনউয়ে ৪৮, কানপুরে ৩০। অন্যদিকে, কলকাতায় ইভটিজিং বা শ্লীলতাহানির শিকার হয়েছিলেন ৩০৪ জন। এই সংখ্যা দিল্লিতে ১ হাজার ৮০৫, মুম্বইয়ে ১ হাজার ৫০৯। ধর্ষণের সংখ্যা কলকাতায় ছিল ১১টি। সেখানে দিল্লিতে এই সংখ্যা ৯৬৭, জয়পুরে ৪০৯, মুম্বইয়ে ৩২২, বেঙ্গালুরুতে ১০৮। ২০২০ সালে অপহরণের সংখ্যা কলকাতায় ছিল ৩০৮। এছাড়াও চুরি, ডাকাতি, খুন, রাহাজানি দেশের অন্যান্য বড় শহরগুলির তুলনায় কলকাতায় অনেক কম বলেই জানাচ্ছে কেন্দ্রের সংস্থা NCRB রিপোর্ট।

এই তথ্যই প্রমাণ করে দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। যেখানে অপরাধের হারও কমেছে। NCRB রিপোর্ট দেখে খুব স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া লালবাজারের।

আরও পড়ুন:ফের করোনা সংক্রমণ বাড়ছে, লকডাউনের পথে চিন


 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version