ভয়াবহ ভুমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

গভীর রাতে ভয়াবহ ভুমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ওই কেন্দ্রশাসিত অঞ্চলের ক্যাম্পবেল উপসাগর এলাকায় অনূভূত হয় কম্পন। এমনই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি(National Center For Seismology) বা NCS। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৫.০।

আরও পড়ুন- তালিবানকে অবিশ্বাস, দেশ ছাড়ছেন আফগান নেত্রীরা

NCS-র পক্ষ থেকে জানানো হয়েছে, যে রাত ১টা ৪৩ মিনিট ৫৯ সেকেন্ড নাগাদ ওই কম্পন অনুভূত হয় হয়। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল ৪০ কিলোমিটার গভীরে। সেই কম্পনের আফটার শক অনুভূত হয়েছে বুধবার সকালের দিকেও। এই ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।