Wednesday, November 12, 2025

রেহাই নেই বৃষ্টির থেকে , সক্রিয় হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত , সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস

Date:

রেহাই নেই বৃষ্টি (rainy season) থেকে। মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের (heavy rainfall in Kolkata and South Bengal)  জুড়ে । বৃষ্টি হবে আজ অর্থাৎ বুধবারও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) এমনটাই জানিয়েছে । আজও দিনভর ভাসবে কলকাতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের বৃষ্টি আজ দিনভর চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা , হুগলি মুর্শিদাবাদ, বর্ধমানে। যদিও আশার কথা একটাই যে এই নিম্নচাপ ইতিমধ্যেই ওড়িশার ভিতরে ঢুকে পড়ায় আপাতত বড় দুর্যোগ থেকে রেহাই পেয়েছে বাংলা। তবে নিম্নচাপের জেরে কলকাতায় চলবে টানা বৃষ্টি। জানা গিয়েছে নিম্নচাপটি ক্রমশ সরতে সরতে এখন ছত্তীসগঢ়ের উপর রয়েছে। সূত্রের খবর, আপাতত নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যার দরুণ আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি ধীরে গতিতে একটু একটু করে শক্তি হারাবে। ফলে বৃষ্টিপাতের পরিমাণও কমবে বলে মনে করা হচ্ছে।

 

তবে অত্যন্ত চিন্তার বিষয় , এই নিম্নচাপের পিছনেই আরও একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। সেটিও নিম্নচাপে ঘনীভূত হবে,। এমনই সম্ভাবনা দেখছেন আবহবিদরা। সম্ভবত শুক্রবার গভীর রাতের দিকে সেই ঘূর্ণাবর্তটি সক্রিয় হবে। ফলে শুক্রবার গভীর রাত থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের ঘোর দুর্যোগ চলবে যার দরুণ শনিবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে রবিবারও।

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version