Thursday, August 21, 2025

টাইম ম্যাগাজিনের প্রথম ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা

Date:

Share post:

বিশ্ব বিখ্যাত TIME ম্যাগাজিনে বিশ্বের প্রথম ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান করে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে বিশ্বের প্ৰথম ১০০ প্রভাবশালীর বুধবার সদ্য প্রকাশ করছে TIME ম্যাগাজিন। সেখানেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের তালিকায় উঠে এসেছে মমতার নাম। মোট ৬টি ক্যাটাগরিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও ভারতীযাদের মধ্যে এই তালিকায় জায়গা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), সিরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনেওয়ালাও, গুগল শীর্ষকর্তা ভারতীয় বংশোদ্ভুত সুন্দর পিচাই, অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং শাহিনবাগ আন্দোলনের মুখ বিলকিস বেগম৷ এছাড়াও রয়েছেন আমেরিকার বর্তমান এবং প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং তালিবানদের শীর্ষ নেতা আব্দুল গনি বরাদরের মতো ব্যক্তিত্বরাও৷

TIME ম্যাগাজিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি লিখেছেন সাংবাদিক বরখা দত্ত৷ সর্বভারতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদি বিরোধী কোনও জোট শেষ পর্যন্ত গঠিত হলে মমতাই যে তাতে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন, এমনও দাবি করেছেন বরখা৷ ভারতীয় রাজনীতিতে একমাত্র নির্ভীক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধুমাত্র তাঁর পার্টির নেত্রী নন, বরং তিনি নিজেই পার্টি। তাঁর স্ট্রিট ফাইটার ব্যক্তিত্ব তাঁর ইমেজে এক ভিন্ন মাত্রা দিয়েছে।

আর সেই কারণেই বিশ্বের শীর্ষ প্রভাবশালীদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা করে নেওয়া নিয়ে TIME ম্যাগাজিনে বিখ্যাত সাংবাদিক বরখা দত্তের ব্যাখ্যা, ”ভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনওই কারও স্ত্রী, মা, মেয়ে বা সঙ্গী হিসেবে তুলে ধরতে হয়নি৷ চরম দারিদ্রের সঙ্গে যুঝতে নিজের পরিবারের জন্য একসময় স্টেনোগ্রাফার, দুধ বিক্রেতার ভূমিকাও পালন করেছেন তিনি৷” বরখা আরও বলেন, “স্ট্রিট ফাইটার এবং নিজস্ব সত্ত্বাই মমতাকে পিতৃতান্ত্রিক সংস্কৃতিতে আলাদা পরিচয় তৈরি করতে সাহায্য করেছে”।

আরও পড়ুন- বুথস্তরের কর্মীদের আরও স্বীকৃতি: উত্তর কলকাতার সম্মেলনে বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের

advt 19

 

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...