সামনেই টি-২০ বিশ্বকাপ( T-20 WorldCup)। তার আগে খুশির খবর ভারত অধিনায়ক বিরাট কোহলির ( Virat kohli)জন্য। আইসিসি( icc) টি-২০ ব্যাটসম্যান র্যাঙ্কিং- উন্নতি হল ভারত অধিনায়কের। পঞ্চম স্থান থেকে এক ধাপ উঠে চার নম্বরে এলেন তিনি। প্রথম দশে রয়েছেন লোকেশ রাহুলও(kl rahul)।

বুধবারই প্রকাশিত হল আইসিসি টি-২০ ব্যাটসম্যানদের র্যাঙ্কিং-এর তালিকা। এই তালিকায় শীর্ষ স্থানে আছেন ডাউইদ মালান। দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম। তৃতীয়তে অ্যারন ফ্রিঞ্চ।
বোলারদের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি। বোলারদের মধ্যে প্রথম দশে নেই কোনও ভারতীয়।

আরও পড়ুন:টি-২০ এবং টেস্ট ম্যাচ দিয়ে দীর্ঘ পাঁচবছর পর বাংলাদেশ সফরে পাকিস্তান
