Sunday, May 4, 2025

ভবানীপুরের CPIM প্রার্থী শ্রীজীবের নামে বাড়ি নেই, ৮ লাখি গাড়ি আছে!

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Poll) এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের (TMC) প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিপক্ষে প্রধান বিরোধী দল বিজেপির (BJP) প্রার্থী আইনজীবী ও যুবনেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Prianka Tibrewal)। উপনির্বাচনে জোট হয়নি। আসনটি তাদের কোটার হলেও প্রার্থী দেয়নি কংগ্রেস (Congress)। বরং, পরোক্ষে তৃণমূলকেই সমর্থনের ইঙ্গিত দেওয়া হয়েছে। বামেদের (Leftfront) প্রার্থী তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস (Sreejib Biswas)। ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণ। ইতিমধ্যেই সব দলের প্রার্থী তাঁদের মনোনয়ন (Nomination) দাখিল করেছেন। নির্বাচন কমিশনের (EC) নিয়ম অনুসারে, মনোনয়ন জমা করার সঙ্গে হলফনামা দিয়ে প্রার্থীদের জানাতে হয় তাঁদের মোট সম্পত্তির পরিমাণ।
আর এই হলফনামা অনুযায়ী, ভবানীপুর উপনির্বাচনের বামফ্রন্টের CPIM প্রার্থী শ্রীজীব বিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ ৩২ লক্ষ ১০ হাজার ৮৪০ টাকা ৫২ পয়সা। তাঁর দেওয়া তথ্য অনুসারে, চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রয়েছে। তবে স্থাবর সম্পত্তি বলতে কিছু নেই শ্রীজীবের। বরং কিছু দেনাও রয়েছে। একটি ব্যাঙ্ক-এ CPIM প্রার্থীর ৩ লক্ষ ৭১ হাজার ৫৪ টাকার ঋণ রয়েছে।
ভবানীপুর উপনির্বাচনে আইনজীবী শ্রীজীব বিশ্বাসের দাখিল করা হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে CPIM প্রার্থীর আয় ছিল ৫ লাখ ৪৮ হাজার ৭৭২ টাকা। ২০১৮-১৯ তুলনায় একটু কম আয় ছিল তাঁর। হলফনামা দেওয়ার দিন পর্যন্ত শ্রীজীবের হাতে নগদ অর্থ ছিল মাত্র ১০ হাজার টাকা। যদিও একাধিক ব্যাঙ্কে তাঁর বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও বাম প্রার্থী জানিয়েছেন, তাঁর কোনও চাষযোগ্য বা অন্য কোনও জমি নেই। যে বাড়িতে থাকেন, সেটাও তাঁর নামে নয়। তবে তাঁর একটি টাটা নেক্সন গাড়ি রয়েছে। যার মূল্য প্রায় ৮ লক্ষ ৭৪ হাজার টাকা।
মনোনয়ন দাখিল করার পর দেখা যাচ্ছে, ভবানীপুর কেন্দ্রে অবশ্য সবচেয়ে ধনী প্রার্থী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণই শুধু ৮২ লক্ষ টাকারও বেশি। বার্ষিক আয় প্রায় ১০ লাখ।

advt 19

spot_img
spot_img

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...