শুরু JEE Advanced 2021-এর রেজিস্ট্রেশন, জেনে নিন কীভাবে আবেদন করবেন

বুধবার সন্ধ্যে থেকে শুরু হয়েছে Joint Entrance Exam (JEE) Advanced 2021-এর রেজিস্ট্রেশেনর প্রক্রিয়া।যে পরীক্ষার্থীরা JEE Mains উত্তীর্ণ হয়েছেন, তাঁরা অনলাইনে jeeadv.ac.in-এ Joint Entrance Exam (JEE) Advanced 2021 এর জন্য আবেদন করতে পারবেন।

অ্যাডভান্স পরীক্ষার জন্য আবেদনকারী সব পরীক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারীদের এই পরীক্ষায় বসার জন্য আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের ফি জমা দিতে হবে। JEE Main-পরীক্ষায় উত্তীর্ণ বাছাই করা ২.৫ লক্ষ আবেদনকারীদের (JEE) Advanced 2021 পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। ৩ অক্টোবর রবিবার নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (অ্যাডভান্সড)। পরীক্ষা দুটি শিফটে হবে-প্রথম শিফট সকাল ৯টা থকে বেলা ১২টা পর্যন্ত, পরেরটা হবে আড়াইটে থেকে সাড়ে ৫টা পর্যন্ত।

আরও পড়ুন- শেষ হল “কল্পতরু” মমতার দুয়ারে সরকার! সাড়ে ৩ কোটির মধ্যে লক্ষ্মী ভাণ্ডারেই ২ কোটি আবেদন

advt 19

 

Previous articleশেষ হল “কল্পতরু” মমতার দুয়ারে সরকার! সাড়ে ৩ কোটির মধ্যে লক্ষ্মী ভাণ্ডারেই ২ কোটি আবেদন
Next articleব্রেকফাস্ট  স্পোর্টস