সিটের প্রধান হিসেবে সাম্মানিক নেবেন না মঞ্জুলা চেল্লুর (Manjula Chellur)। ‘ভোট পরবর্তী হিংসা’র তদন্তে গঠিত সিটের (SIT) প্রধান নিযুক্ত করা হয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে। কিন্তু এর জন্য সাম্মানিক হিসাবে ধার্য করা ১০ লক্ষ টাকা নিতে চাননি অবসারপ্রাপ্ত প্রধান বিচারপতি।বৃহস্পতিবার, এই কথা জানিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন – যোগীরাজ্যে মৃত্যুর ৪ মাস পর ভ্যাকসিন! রিপোর্ট প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ

সিটের প্রধান হিসেবে ৩ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে নিযুক্ত করা হয়। আদালতের নির্দেশ মতো সিটের তদন্তের উপর নজরদারি চালানোর জন্যই একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করার কথা ছিল। কিন্তু আদালত জানায়, সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পাওয়া যায়নি বলে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকেই দায়িত্ব দেওয়া হল। তবে এর জন্য ধার্য করার সাম্মানিক নিতে অস্বীকার করলেন মঞ্জুলা চেল্লুর।
