Thursday, August 28, 2025

জ্ঞানেশ্বরী, করমণ্ডল, ধৌলি সহ ৬ জোড়া এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে সরছে শালিমার ও সাঁতরাগাছিতে

Date:

দক্ষিণ পূর্ব রেল হাওড়া থেকে তাঁদের পুরো পরিষেবা শালিমার ও সাঁতরাগাছিতে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেই পদক্ষেপের জেরেই এবার দক্ষিণ পূর্ব রেলের ৫টি গুরুত্বপূর্ণ ট্রেনকে হাওড়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।

যে ট্রেনগুলি হাওড়া স্টেশন থেকে শালিমার ও সাঁতরাগাছিতে সরিয়ে নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে ০২১০১ আপ/ ০২১০২ ডাউন হাওড়া মুম্বই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, ০৯২০৫ আপ/০৯২০৬ ডাউন পোরবন্দর হাওড়া দ্বি সাপ্তাহিক এক্সপ্রেস, ০৮০৪৭ আপ/ ০৮০৪৮ ডাউন হাওড়া ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস, ০৮৬৪৫ আপ/ ০৮৬৪৬ হাওড়া হয়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ০২৫৪৩ আপ/ ০২৫৪৪ ডাউন হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং ০২০৮৭ আপ/ ০২০৮৮ ডাউন হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনগুলির মধ্যে কোনটি শালিমার থেকে ও কোনটি সাঁতরাগাছি থেকে ছাড়বে সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানায়নি দক্ষিন পূর্ব রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- ‘অন্যরকম দুর্গা’র ছবি এঁকে হুমকির মুখে সনাতন দিন্দা

কিন্তু কেন এই সিদ্ধান্ত? দক্ষিন পূর্ব রেলের আধিকারিকদের দাবি, এই ৬ জোড়া ট্রেন সরিয়ে নেওয়ার ফলে দক্ষিনপূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবার ক্ষেত্রে সমস্যা অনেকখানি কমবে। যাত্রীদের সময় বাঁচবে। ধাপে ধাপে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলা হবে।
হাওড়া স্টেশনের ওপর রেলের দুটি জোন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের ট্রেনের চাপ বেড়ে গিয়েছে। কিন্তু যে তুলনায় যাত্রী সংখ্যা আর ট্রেন সংখ্যা বেড়েছে সেই তুলনায় বাড়েনি লাইনের সংখ্যা ও প্ল্যাটফর্মের সংখ্যা। তার জেরে সব থেকে বেশি অসুবিধার মুখে পড়তে হয়েছে দক্ষিণ পূর্ব রেলের যাত্রীদের। লাইন ও প্ল্যাটফর্ম না পাওয়ার জেরে লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেন প্রতিদিন দাশনগর থেকে হাওড়ার মধ্যে থমকে দাঁড়িয়ে থাকে। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেই সমস্যা দূর করতে এমন একটি বড়সড় সিদ্ধান্ত নিল রেল। কিন্তু প্রশ্ন উঠেছে , হাওড়ার পরিকাঠামোর সঙ্গে কী সাঁতরাগাছি ও শালিমারের পরিকাঠামো সত্যি তুলনা করা যায়? এতে কি আরও বেশি দূর্ভোগে পড়বেন না যাত্রীরা? সময় দেবে তার উত্তর।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version