পাঁচ কোটি মানুষকে করোনার টিকা দিয়ে নজির সৃষ্টি করল রাজ্য৷

রাজ্যে টিকা গ্রাহকের সংখ্যা পাঁচ কোটি ছাড়াল৷  শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর থেকে একথা জানানো হয়েছে৷ বলা হয়েছে, প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে এখনও পর্যন্ত বাংলার ৫ কোটি ৫ লক্ষ ৫৯ হাজার ১৭৬ জন করোনার টিকা পেয়েছেন। আর ৩,৫৫,৪৩,০০২ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন ও দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ১,৪৫,৫৯,৪৪০ জন৷
১৬ জানুয়ারি ২০২১ রাজ্যে কোভিড ভ্যাকসিনেশন শুরু হয়। ৩০ এপ্রিল পর্যন্ত টানা  ১০৫ দিনে ১ কোটি  ভ্যাকসিন ডোজ দেওয়া হয়। এরপর ২৩ জুনে ২ কোটি ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ করা হয়৷ ২ অগস্টে ৪০ দিনে সংখ্যাটা ৩ কোটিতে পৌঁছয়। ৩১ অগস্ট এই সংখ্যা ৪ কোটিতে পৌঁছয়৷ এরপর ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে৷ অর্থাৎ,  মাত্র ১৮ দিনে  ১ কোটি ভ্যাকসিন দিয়ে নজির সৃষ্টি করল পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, ভ্যাকসিন পাওয়ার যোগ্য রাজ্যের ৫০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য দফতর পাঁচ কোটি ভ্যাকসিন দিয়ে নজির সৃষ্টি করলেও  দেশের বিচারে সাত নম্নরে রয়েছে বাংলা৷

 

advt 19

 

Previous articleবিজেপি প্রথম এগারোয় সুযোগ দেয়নি, সম্মান দিয়েছে বলেই তৃণমূলে যোগদান: বাবুল
Next articleবাবুল সুপ্রিয়কে তৃণমূলে স্বাগত জানালেন অনুব্রত-কল্যাণ-মহুয়ারা