Sunday, November 2, 2025

“ভবানীপুরে “বোন” প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রচারে যাবেন? “দিদি” মমতার জয় নিশ্চিত উত্তর বাবুলের

Date:

ভবানীপুর উপনির্বাচনের আগে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর তৃণমূল যোগদানের প্রসঙ্গে আজ সকালে রবিবাসরীয় প্রচারে নেমে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) বলেন, “আমার মনের বিশ্বাস, বোনের বিরুদ্ধে উনি প্রচার করবেন না। ওঁর জন্য রাজনীতি বড় নাকি ব্যক্তিগত সম্পর্ক বড়, তা উনিই সিদ্ধান্ত নেবেন”। বিজেপি প্রার্থীর সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই রবিবার তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে সেই বিষয়েই উত্তর দিলেন বাবুল।

শনিবার দুপুরে সবাইকে চমকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও ডেরেক ও ব্রায়ান এর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুলের তৃণমূলে (TMC) যোগ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই ভবানীপুরে বিজেপি-র প্রার্থী প্রিয়ঙ্কা বলেন, ‘‘বাবুল মনে হয় না বোনের বিরুদ্ধে প্রচার করবেন।’’ সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বাবুল বললেন, ‘প্রিয়াঙ্কা আমার পরিচিত। ওঁর পরিবারকে চিনি। ২০১৪ সাল থেকে আমার সমস্ত মামলা লড়েছে। লড়াকু মেয়ে। ওঁর মধ্যে ভালো আইনজীবীকে খুঁজে পেয়েছিলাম। আমার মনে হয়, দিদির আমার প্রচারের দরকার নেই। আমি দলকে অনুরোধ করব বিড়ম্বনায় না ফেলতে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাবুল সুপ্রিয়কে লাগবে না।’ প্রসঙ্গত বাবুল সুপ্রিয়র হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করেছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

আরও পড়ুন- বিজেপিতে ‘ক্লোজড চ্যাপ্টার’ বাবুল, বললেন শমীক ভট্টাচার্য

 

Related articles

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...

দিলীপের জন্য খুলল মুরলীধর সেনের বন্ধ ঘরের তালা: তবু অনুপস্থিত ‘নব্য’ বিজেপি!

৭০ বছর ধরে বিজেপি নেতা কর্মীরা এখানে অন্যান্য সব কর্মসূচির পাশাপাশি বিজয়া সম্মেলনীতেও মিলিত হতেন। অথচ মুরলীধর সেন...
Exit mobile version