এবার রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের (Sabang) তৃণমূল বিধায়ক (TMC MLA) মানস ভুঁইঞাকে (Manas Bhunia) তলব করলো CBI. আইকোর মামলায় (Icore Case) জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, আগামিকাল সোমবার বেলা ১২টা নাগাদ সল্টলেকের CGO কমপ্লেক্সে তাঁকে যেতে বলা হয়েছে।

বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা ও হেনস্থা হিসেবেই দেখছে তৃণমূল। ভবানীপুর উপনির্বাচন ও আরও দুই কেন্দ্রে ভোট ঘোষণার পর থেকে বেছে বেছে তৃণমূল নেতা-মন্ত্রীদের বিভিন্ন মামলায় নোটিশ পাঠাচ্ছে CBI ও ED.

আরও পড়ুন:বিপুল খরচ, এবার শহরে বকেয়া সম্পত্তি কর আদায়ে কড়া পদক্ষেপ পুরসভার
