Sunday, February 1, 2026

রাজ্যজুড়ে বাড়ছে জ্বরের প্রকোপ, মালদহে শিশুমৃত্যু বেড়ে ৭

Date:

Share post:

ফের মালদহ শিশু হাসপাতালে অজানা জ্বরে মৃত ১। শনিবার রাতে মালদহের মানিকচকে জ্বরে আক্রান্ত হয়ে ৬ মাসের শিশুর মৃত্যু হয়েছে। এইনিয়ে মালদহ মেডিক্যালে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মোট ৭ শিশুর মৃত্যু হল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ৮টি শিশুর অবস্থা আশঙ্কাজনক।তাদের শরীরে জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টও ছিল।এখনও চিকিৎসাধীন অবস্থায় মোট ১৩৫টি শিশু ভর্তি রয়েছে। গতকাল থেকে নতুন করে ৬৬ জন শিশু ভর্তি হয়েছে।

আরও পড়ুনঃমর্মান্তিক! মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়

করোনা আতঙ্কের মাঝেই দোসর এই জ্বর। উত্তরবঙ্গজুড়ে শিশু মৃত্যুর প্রকোপ দিনে দিনে বাড়ছে। এমনকি এই জ্বরের ভাইরাসের সন্ধান মিলেছে কলকাতাতেও। গত কয়েক দিনে শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালেও জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমশই বাড়ছ। কী কারণে মালদহে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে, তা নিশ্চিত হতে না পেরে কলকাতায় লালারস পাঠানো হয়েছিল।  প্রথম দিকে এই জ্বরের কারণ অজানা বলা হলেও, এখন জানা হচ্ছে সংক্রমণের পিছনে আরএস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ও স্ক্রাব টাইফাসের ত্রিফলা কাজ করছে। জ্বর নিয়ে উদ্বেগ বাড়ছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়াতেও।

শিশুদের এই জ্বর নিয়ে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিমারি পর্বে দাপট বেড়েছে রেসপিরেটরি সিনসাইটালের। যার সংক্ষিপ্ত নাম আরএস ভাইরাস। এই আরএস ভাইরাসের দাপটের পিছনে করোনার পরোক্ষ প্রভাব রয়েছে।  তবে আরএস ভাইরাস কোনও নতুন নাম নয়।  তবে এ বছর জুন জুলাইয়ে সারা বিশ্বেই এর দাপট লক্ষ্য করা যাচ্ছে। জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতেও এই ভাইরাসের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। গত বছরগুলির তুলনায় এই ভাইরাসের ক্ষমতাও আরও মারাত্মক হয়েছে।প্রথমেই সময়ের অনেক আগেই এ রাজ্যেও আরএস ভাইরাসের আক্রমণ হচ্ছে। জাপান, আমেরিকাতে এই ভাইরাস বসন্তে বাড়ত, এখন জুন জুলাইয়ে হচ্ছে। বাংলাতেও শীতকালে এই ভাইরাসের প্রকোপ দেখা যেত, এখন সেটা আগস্ট সেপ্টেম্বরে দেখা যাচ্ছে।

advt 19

spot_img

Related articles

রবিবার ছুটির দিনে বেনজির বাজেট! বঞ্চনার আবহে বাংলার প্রাপ্তি নিয়ে সংশয়

প্রথা ভেঙে এবার ছুটির দিন রবিবারেই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি তাঁর নবম...

শুক্রের পরে শনিতে: রাজ্য পুলিশে ফের সংশোধন ও রদবদল

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন পীযূষ পাণ্ডে। এরকমই রাজ্যের পুলিশের (West Bengal police) শীর্ষ পদে ব্যাপক রদবদল...

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...