Saturday, August 23, 2025

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষর পদ থেকে অপসারিত হওয়ার পর মুখ খুললেন আলিপুরদুয়ারের এক নেত্রী। ওই নেত্রী দলে ফিরতে চান, কিন্তু গুরুত্ব দিচ্ছে না তৃণমূল নেতৃত্ব।অপসারিত আলিপুরদুয়ার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদ্মা রায়ের দাবি, বিজেপির পতাকা কখনও হাতে নিইনি। বরং জেলা পরিষদের সভাধিপতি আটঘাট বেঁধেই আমার বিরুদ্ধে অনাস্থা আনেন।

আরও পড়ুন- লকডাউনের মধ্যেও দেশজুড়ে রেকর্ডসংখ্যক সড়ক দুর্ঘটনা ও পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে

বিজেপি যোগের অভিযোগে আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য ও পূর্ত কর্মাধ্যক্ষ পদ্মা রায়কে সম্প্রতি সরিয়ে দেয় তৃণমূল। পদ হারানোর পর, অপসারিত নেত্রীর দাবি তিনি তৃণমূলেই আছেন। তার দাবি , সভাধিপতির নির্দেশেই জেলা পরিষদের বিভিন্ন বৈঠকে আমাকে ডাকা হয়নি। জেলা পরিষদের বেনিয়ম টেন্ডার প্রক্রিয়া আটকে দেওয়া সহ বহু ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছি।

বিধানসভা ভোটের আগে জেলা পরিষদের মেন্টর ও প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি মোহন শর্মা বিজেপিতে যোগ দেন। মোহন শর্মার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওই নেত্রী, বিজেপির সঙ্গে যোগ রেখে চলেছেন বলে অভিযোগ তৃণমূলের।

আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেছেন,যিনি নির্বাচনের আগে দলকে বিপদে ফেলে বিজেপিতে যান, তিনি তৃণমূল কংগ্রেসে থাকতে পারেন না। সঠিক কারণেই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। পদ হারিয়ে আপাতত গৃহবন্দি কালচিনি এলাকার জেলা পরিষদ সদস্য।

 

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version