যোগী-রাজ্যের কীর্তি! টিকার পাঁচটি ডোজ নিলেন বিজেপি নেতা?

যোগীরাজ্যে নয়া কীর্তি। সারধানার বিজেপি নেতা রামপাল সিং করোনার পাঁচটি ডোজ নিলেন! অবাককাণ্ড। সরগরম রাজনৈতিক মহল। মে মাসে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন রামপাল। ভ্যাকসিন সার্টিফিকেটের জন্য ওয়েবসাইটে যেতেই ভিরমি খাওয়ার জোগাড়। রামপাল নাকি পাঁচটি ডোজ নিয়েছেন। ষষ্ঠ ডোজ দেওয়া হবে ডিসেম্বরে! হিন্দু যুব বাহিনীর সদস্য ওই নেতার অভিযোগ, এটা একধরনের চক্রান্ত। টিকাগ্রহণের শংসাপত্রে প্রথম দুটি ডোজের তারিখ ঠিক থাকলেও বাকি ডোজগুলির দিন ভুল রয়েছে। ১৫ মে তৃতীয় ডোজ এবং ১৫ সেপ্টেম্বর চতুর্থ ও পঞ্চম ডোজ নিয়েছেন, শংসাপত্রে এমনটাই লেখা রয়েছে। অবাককাণ্ড। বিজেপির রাজ্যে বিজেপি-নেতাই চক্রান্ত দেখছেন!

আরও পড়ুন- ভাঙন রোখাই চ্যালেঞ্জ! দায়িত্ব নিয়ে সবাইকে বিজেপিতে থাকার অনুরোধ সুকান্তর

advt 19

 

Previous articleভাঙন রোখাই চ্যালেঞ্জ! দায়িত্ব নিয়ে সবাইকে বিজেপিতে থাকার অনুরোধ সুকান্তর
Next article“এবার আমার পাঠানো বর্ণপরিচয় ওনার কাজে আসবে”, দিলীপকে ফের খোঁচা বাবুলের