Friday, January 9, 2026

এবার শুভেন্দুকে খোঁচা রাজীবের, তীব্র সমালোচনা বিজেপির, তবে ফের দলবদল!

Date:

Share post:

এবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে খোঁচা আরেক বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। ক্রমশ সুর নরম হচ্ছে প্রাক্তন মন্ত্রীর। একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে চার্টার্ড প্লেনে করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব। এরপর বিজেপির টিকিটে ডোমজুড় আসনে ভোটে দাঁড়ান তিনি। কিন্তু বিপুল পরিমাণে ভোট পেয়ে জয়ী হন তৃণমূলের কল্যাণ ঘোষ। হেরে যান রাজীব। তারপর থেকেই আবার দলবদল এর গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন।

ইতিমধ্যেই হেস্টিংসের বিজেপি দফতরের রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরে নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়েছে। রাজীব বলছেন, ভোটের প্রচারে বিভেদের রাজনীতি, ধর্মীয় বিভাজনকে ইস্যু হিসেবে তুলে ধরাকে ভালোভাবে নেয়নি বাংলার মানুষ। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে শুভেন্দুকে খোঁচা দিয়ে তিনি বলেন, “যাঁকে দেখে বাংলার মানুষ ২১৩টি আসন দিয়েছে, তাঁকে বেগম, খালা বলা শোভনীয় নয়।”

আরও পড়ুন: অভিষেককে আটকাতে নয়া ষড়যন্ত্র বিপ্লব দেব সরকারের, মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা জারি

ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপি প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সে প্রসঙ্গেই রাজীব বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে ভোটে প্রার্থী না দিলেই ভালো হতো। তবে মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস রয়েছে বলে জানিয়েছেন রাজীব।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, বাবুল সুপ্রিয় অনেকদিন আগেই তাঁর অসন্তোষের কথা জানিয়েছেন।শেষপর্যন্ত দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

advt 19

 

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...