এখনও জল জমে আছে টিকিয়াপাড়া-কলকাতা কারশেডে, বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জল জমেছে হাওড়ার টিকিয়াপাড়া, কলকাতা কারশেডে। ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। যার জেরে মঙ্গলবারও বাতিল একগুচ্ছ ট্রেন।বেশ কিছু দূরপাল্লার ট্রেন হাওড়ার বদলে শালিমার অথবা সাঁতরাগাছি স্টেশন এবং কলকাতার পরিবর্তে কাঁকিনাড়া অথবা শিয়ালদহ থেকে ছাড়বে।
বাতিল ট্রেনের তালিকা –
৭ টি দূরপাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে হাওড়া থেকে।
১) ০২৯০৫ ওখা-হাওড়া স্পেশাল
২) ০২২৭৯ পুনে-হাওড়া স্পেশাল
৩) ০৮০১২ চক্রধরপুর-হাওড়া স্পেশাল
৪) ০২৮৩৮ পুরী-হাওড়া স্পেশাল
৫) ০২৮০৩ রাঁচি-হাওড়া স্পেশাল
৬) ০২৮০৯ মুম্বই সিএসএমটি-হাওড়া স্পেশাল
৭) ০৮৪১০ পুরী-হাওড়া স্পেশাল

কলকাতা স্টেশন থেকে বাতিল করা হয়েছে ৪ টি দূরপাল্লার ট্রেন।
১) ০৩১১৩ আপ কলকাতা-লালগোলা স্পেশাল এবং ০৩১১৪ ডাউন লালগোলা-কলকাতা স্পেশাল ট্রেনটি বাতিল করা হয়েছে।
২) ০২২৬১ কলকাতা-হলদিবাড়ি বাতিল করা হয়েছে।
৩) ০৩১৬১ কলকাতা-বালুরঘাট বাতিল করা হয়েছে।

যেসব ট্রেন অন্য স্টেশন থেকে ছাড়ছে –

দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, যেসমস্ত ট্রেন হাওড়ার বদলে অন্য জায়গা থেকে ছাড়ছে সেগুলি নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে চলবে।
১) ০২৫১৭ হাওড়া তিতলাগড় হাওড়ার পরিবর্তে শালিমার স্টেশন থেকে ছাড়বে।
২) ০২২৫৭ হাওড়া-দিঘা হাওড়ার পরিবর্তে শালিমার স্টেশন থেকে ছাড়বে।
) ০২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ হাওড়ার পরিবর্তে শালিমার স্টেশন থেকে ছাড়বে।
৪) ০২০৯৬ হাওড়া-মুম্বই সিএসএমটি হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে।
৫) ০২০২১ হাওড়া-বারবিল হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে।
৬) কলকাতা-গোরক্ষপুর শিয়ালদহ থেকে ছাড়বে কলকাতা স্টেশনের বদলে।

আরও পড়ুন- অভিষেককে আটকাতে নয়া ষড়যন্ত্র বিপ্লব দেব সরকারের, মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা জারি

এছাড়াও ডাউন রাধিকাপুর-কলকাতা ট্রেনটি বেলঘরিয়া পর্যন্ত এবং ডাউন গাজিপুর-কলকাতা ট্রেনটি দমদম পর্যন্ত আসবে। পাশাপাশি, কলকাতা-জম্মু তাওয়াই, কলকাতা-অমৃতসর এবং হাওড়া-মালদহ ট্রেনটি নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে ছাড়বে বলে জানানো হয়েছে।এদিকে সব লোকাল ট্রেন চললেও তা বেশ কিছুটা দেরিতে চলছে। নিম্নচাপের জেরে হওয়া বৃষ্টিতেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

 

advt 19

 

Previous articleএবার শুভেন্দুকে খোঁচা রাজীবের, তীব্র সমালোচনা বিজেপির, তবে ফের দলবদল!
Next articleবিশ্ব আলজাইমারস দিবসে সকলকে সুস্থ থাকার বার্তা দিয়ে টুইট মুখ্যমন্ত্রীর