Friday, July 4, 2025

এবার শুভেন্দুকে খোঁচা রাজীবের, তীব্র সমালোচনা বিজেপির, তবে ফের দলবদল!

Date:

এবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে খোঁচা আরেক বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। ক্রমশ সুর নরম হচ্ছে প্রাক্তন মন্ত্রীর। একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে চার্টার্ড প্লেনে করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব। এরপর বিজেপির টিকিটে ডোমজুড় আসনে ভোটে দাঁড়ান তিনি। কিন্তু বিপুল পরিমাণে ভোট পেয়ে জয়ী হন তৃণমূলের কল্যাণ ঘোষ। হেরে যান রাজীব। তারপর থেকেই আবার দলবদল এর গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন।

ইতিমধ্যেই হেস্টিংসের বিজেপি দফতরের রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরে নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়েছে। রাজীব বলছেন, ভোটের প্রচারে বিভেদের রাজনীতি, ধর্মীয় বিভাজনকে ইস্যু হিসেবে তুলে ধরাকে ভালোভাবে নেয়নি বাংলার মানুষ। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে শুভেন্দুকে খোঁচা দিয়ে তিনি বলেন, “যাঁকে দেখে বাংলার মানুষ ২১৩টি আসন দিয়েছে, তাঁকে বেগম, খালা বলা শোভনীয় নয়।”

আরও পড়ুন: অভিষেককে আটকাতে নয়া ষড়যন্ত্র বিপ্লব দেব সরকারের, মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা জারি

ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপি প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সে প্রসঙ্গেই রাজীব বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে ভোটে প্রার্থী না দিলেই ভালো হতো। তবে মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস রয়েছে বলে জানিয়েছেন রাজীব।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, বাবুল সুপ্রিয় অনেকদিন আগেই তাঁর অসন্তোষের কথা জানিয়েছেন।শেষপর্যন্ত দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

 

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version