Tuesday, May 20, 2025

পেট্রোলিয়াম মন্ত্রীকে নিয়ে ভবানীপুরে প্রচার বিজেপি প্রার্থীর, কটাক্ষ তৃণমূল কাউন্সিলরের

Date:

Share post:

দেশজুড়ে যখন পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া, ঠিক তখনই পেট্রোলিয়াম মন্ত্রী (Petroleum Minister) হরদীপ সিং পুরিকে (Hardeep Singh Puri) নিয়ে ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By Poll) প্রচারে নামলেন বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। বিরোধীদের কাছে যা হাসির খোরাক। প্রচারে রাজনৈতিক হাতিয়ারও বলা চলে। জ্বালানির ক্রমাগত মূল্য বৃদ্ধি নিয়ে পথে নেমেছে তৃণমূল (TMC)। বিক্ষোভ-আন্দোলন করেছে, তখন সেই দফতরের মন্ত্রীকে নিয়ে বিজেপির প্রচার অনেককেই অবাক করেছে।

এদিকে আজ, বুধবার সকালে ভবানীপুরে প্রচারে বেরিয়ে দেখা হয়ে গেল বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং তৃণমূল কংগ্রেসের ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর মধ্যে। হল সৌজন্য বিনিময়। বেশ কিছুক্ষণ কথাও হয়। তখন বিজেপি প্রার্থীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি।

আরও পড়ুন: পাকিস্তানের বাবরকে হারিয়ে বিশ্বজয়ী পঙ্কজ আদবানি

তবে সেটা যে নেহাতই রাজনৈতিক সৌজন্য বিনিময় সেটা বুঝিয়ে দেন অসীম বসু। বিজেপি প্রার্থীর সঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রী থাকায় কটাক্ষ করেন তৃণমূল কাউন্সিলর। তাঁর কথায়, ২০১৪ সাল থেকে বিজেপির শাসনে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। মনমোহন সিং-এর আমলে পেট্রোল দাম এবং এবং এই সময়ে পেট্রোলের দামের মধ্যে তুলনা করে তিনি বলেন, বিজেপি শুধুমাত্র প্রতিশ্রুতি দেয়। প্রিয়াঙ্কার ভোট চাইতে আসার কোনও মুখ নেই। শুধু বাংলা নয়, ভারতের মানুষ বুঝে গেছে বিজেপির আমলে কী হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রীকে নিয়ে ঘুরলে তৃণমূলের আরও লাভ। মানুষ বিজেপির এইসব নেতা-মন্ত্রীদের যত দেখবেন, তত ভোট কমবে ওদের।

এদিন পেট্রোলিয়াল মন্ত্রী সকালে ভবানীপুরের গুরুদ্বরাতে যান। তারপর বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে রয় স্ট্রিটে ডোর টু ডোর প্রচার করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও নেতাজী ভবনেও যান তিনি। আলিপুর পার্ক রোডে এক নেতার বাড়ি দুপুরের খাওয়া-দাওয়া সারেন। এছাড়াও একাধিক কর্মসূচি ছিল তাঁর।

রাজনৈতিক মহল মনে করছে, হঠাৎ হরদীপ সিং পুরীকে এনে ভবানীপুরে শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রভাব ফেলতে চাইছে বিজেপি। তাঁর প্রচারে আসা নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সাফাই, “সাফাই দিয়ে বলেন, “আমি বিজেপি নেতা হিসেবে প্রচারে এসেছি। মন্ত্রী হিসেবে নয়।”

advt 19

 

spot_img

Related articles

কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, নদিয়ায় বাস-চারচাকার সংঘর্ষে মৃত ৬!

মঙ্গলের সকালে নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান মাঠ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গেছে, এদিন সকাল...

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা...

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার...

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...