১০০ কোটি ভারতীয়র আধার কার্ডের তথ্য হাতিয়েছে চিন! চাঞ্চল্যকর রিপোর্ট

১০০ কোটি ভারতীয়র আধার কার্ডের তথ্য হাতিয়ে নিয়েছে চিনা হ্যাকাররা। এমনই ভয়ঙ্কর দাবি করছে মার্কিন সংস্থা। ফাঁস হয়ে গিয়েছে ১০০ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য! দাবি রেকর্ডেড ফিউচার ইঙ্ক নামে একটি সাইবার সুরক্ষা সংস্থার।

রেকর্ডের ফিউচার ইঙ্ক’এর দাবি, UIDAI-এর ডেটা বেস থেকে ১০০ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। ওই সংস্থা মনে করছে, কোনও সফটওয়্যারের সাহায্যে তথ্যগুলি হাতিয়েছে হ্যাকাররা। ভারতের একশো কোটির বেশি মানুষের আধার তথ্য রক্ষণাবেক্ষণ করে UIDAI। তাদের দাবি, গত জুন অথবা জুলাই মাসে তাদের ডেটা বেসে হানা দেয় হ্যাকাররা। তবে কোন কোন ধরনের তথ্য চুরি হয়েছে। যদিও এই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছে সরকারি সংস্থা। অন্তত এমনাটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে।

আরও পড়ুন: কোটি কোটি টাকা তছরূপ, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কোষাধ্যক্ষকে গ্রেফতার করলো CBI

UIDAI-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনও হ্যাকিং সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই। পাশাপাশি আরও জানানো হয়েছে, তাদের ডেটা বেস সম্পূর্ণ সুরক্ষিত। পুরো সিস্টেমটা নিয়মিত আপডেট হতে থাকে। অতি উচ্চ স্তরের তথ্যসুরক্ষা ব্যবস্থা দ্বারা তা সম্পূর্ণরূপে সুরক্ষিত।

যত দিন যাচ্ছে আধার কার্ডের গুরুত্ব আরও বাড়ছে। প্যান কার্ড থেকে মোবাইল পরিষেবা সবকিছুতেই আধার কার্ডের প্রয়োজন হচ্ছে। এইজন্য আধার কার্ডের নিরাপত্তা সম্পর্কে UIDAI আগেও জানিয়েছিল। ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস রিকগনিশন নিয়েও কাজ হচ্ছে বলে জানিয়েছে সংস্থা UIDAI। কিন্তু এবার তাদেরই তথ্য চুরি হওয়ার অভিযোগ উঠেছে।
advt 19

 

Previous articleএবার আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলে হস্তক্ষেপ তালিবানের, সরিয়ে দেওয়া হল বোর্ড প্রধানকে
Next articleকৌশলগত অংশীদারিত্ব বাড়ানোই লক্ষ্য: মার্কিন সফরের আগে বিশেষ বার্তা মোদির