এবার আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলে হস্তক্ষেপ তালিবানের, সরিয়ে দেওয়া হল বোর্ড প্রধানকে

এবার আফগানিস্তানের পুরুষ ক্রিকেট ( Afghanistan cricket ) দলেও হস্তক্ষেপ তালিবানের। আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হামিদ শিনওয়ারিকে সরিয়ে দিল তারা। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কথা জানিয়েছেন হামিদ শিনওয়ারি।আফগানিস্তানের নতুন বোর্ড প্রধান হলেন নাসিব খান।

মহিলা ক্রিকেটের পর এবার পুরুষদের ক্রিকেট।তালিবানি হস্তক্ষেপ সব ক্রীড়া ক্ষেত্রেই চলছে আফগানিস্তানে। আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হামিদ শিনওয়ারিকে সরিয়ে দিল তালিবান। সোমবার সোশ্যাল মিডিয়ায়  হামিদ লেখেন, তালিবান নেতা আনাস হক্কানি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছেন। এরপাশাপাশি হামিদ আরও  জানিয়েছেন, তাঁকে সরিয়ে দেওয়ার জন্য কোনও কারণ দেখানো হয়নি। শুধু হামিদকে বলা হয়েছে তাঁর বদলে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবেন নাসিব খান।

এদিন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টুইটারেও জানিয়ে দেওয়া হয় নতুন বোর্ড প্রধানের নাম। তারা টুইটারে লেখে, “আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হলেন নাসিব খান। স্নাতকোত্তর ডিগ্রি এবং ক্রিকেট সম্বন্ধে জ্ঞান রয়েছে তাঁর।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস


 

Previous articleভবানীপুরে কোভিড বিধি ভেঙে প্রচার করতে চেয়ে পুলিশের সঙ্গে বচসা সুকান্তর
Next article১০০ কোটি ভারতীয়র আধার কার্ডের তথ্য হাতিয়েছে চিন! চাঞ্চল্যকর রিপোর্ট