বায়ুসেনার প্রধান হচ্ছেন এয়ার মার্শাল বিক্রম রাম চৌধুরী

দেশের পরবর্তী বায়ুসেনা প্রধানের নাম ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রক৷ ভারতীয় বায়ুসেনার প্রধান হচ্ছেন এয়ার মার্শাল (Air Marshal) বিক্রম রাম চৌধুরী (VR Chaudhari)৷ বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া (RKS Bhadauria) আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নেবেন৷ তার পর নতুন চিফ অফ এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব নেবেন বিক্রম রাম চৌধুরী৷

১৯৮২ সালে তিনি ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত হন৷ দীর্ঘ কর্মজীবনে ৩,৮০০ ঘণ্টা উড়ানের অভিজ্ঞতা আছে তাঁর৷ মিগ-২৯ এয়ারক্র্যাফ্ট চালাতে দক্ষ তিনি৷
এর আগে ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডের চিফ ছিলেন তিনি৷ এই ওয়েস্টার্ন কম্যান্ডের মধ্যেই পড়ে লাদাখ সীমান্ত৷ চলতি বছরের জুলাই মাসে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে বসেন৷ এবার দেশের পরবর্তী বায়ুসেনা প্রধান হতে চলেছেন৷

 

advt 19

 

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleএবার রাজ্যে স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তির কাজ শুরু হবে