এবার রাজ্যে স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তির কাজ শুরু হবে

এবার রাজ্যে স্কুল পড়ুয়াদের আধার (Aadhaar) নথিভুক্তির কাজ শুরু হতে চলেছে । এর জন্য জেলা স্কুল পরিদর্শকদের একটি নির্দেশিকা পাঠিয়েছে স্কুলশিক্ষা দফতর (School Education Department) । আগামী 1 অক্টোবর থেকে শুরু হবে আধার নথিভুক্তিকরণের (Aadhaar Registration) পাইলট প্রজেক্ট।
ওই নির্দেশিকায় জানানো হয়েছে, এই প্রজেক্টে সংশ্লিষ্ট জেলার ডিআই/সেকেন্ডারি (DY/S (Secondary)) জেলার নোডাল অফিসার (District Nodal Officer) হিসেবে কাজ করবেন ৷ ব্লক ও পৌরনিগমে সংশ্লিষ্ট এসআই/এস (SI/S) নোডাল অফিসার (Nodal Officer) হিসেবে থাকবেন ৷
আগামী ১-৮ অক্টোবর সংশ্লিষ্ট জেলায় (Educational Districts) এই নথিভুক্তিকরণ আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হবে ৷ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের আধার কার্ড নথিভুক্ত করতে পারবে ৷
পাইলট প্রজেক্টের অন্তর্ভুক্ত অঞ্চলে নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আধার কার্ড জরুরি ভিত্তিতে বাংলার শিক্ষা পোর্টালে (Banglar Shiksha Portal) আপলোড করতে হবে ৷ এতে কোন কোন পড়ুয়াদের আধার কার্ড নেই, সেই হিসেবও পাওয়া যাবে ৷

প্রতিটি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা যেন সংশ্লিষ্ট প্রমাণপত্র সমেত স্কুলে এসে ফর্মটি ঠিকমতো পূরণ করেন ৷ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান (HoIs) শিক্ষার্থীর পূরণ করা ফর্মটি খতিয়ে দেখবেন ৷ নথিভুক্তিকরণ কেন্দ্রে (স্কুল, এসআই অফিস, বিডিও অফিস) আসার তারিখ ও জায়গা সরকারের নির্ধারিত মডেল অনুযায়ী ব্যানারের মাধ্যমে সবাইকে আগাম জানিয়ে দিতে হবে ৷ এই কাজের জন্য কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই (Unique Identification Authority of India, UIDAI) আধার কিট পাঠাবে রাজ্যকে ।

 

advt 19

 

Previous articleবায়ুসেনার প্রধান হচ্ছেন এয়ার মার্শাল বিক্রম রাম চৌধুরী
Next article‘কোয়াড ‘ সম্মেলনে এই প্রথম মোদি ও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বৈঠক