Saturday, August 23, 2025

স্নুকারে ( Snooker) আবারও খেতাব জয় পঙ্কজ আদবানির( Pankaj Advani)। দোহায় আয়োজিত আইবিএসএফ ৬ স্নুকার বিশ্বকাপের ফাইনালে (IBSF 6-Red Snooker World Cup Final )পাকিস্তানের ( Pakistan) বাবর মাসিহকে হারিয়ে বিশ্বজয়ী হলেন তারকা ভারতীয় কিউইস্ট পঙ্কজ।

ম‍্যাচের প্রথম থেকেই দাপট দেখান পঙ্কজ। যদিও ম‍্যাচে চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম ফ্রেমে পঙ্কজ দাপুটে জয় পেলেও দ্বিতীয় ফ্রেমে কামব্যাক করেন বাবর। এরপর পরপর দুটি ফ্রেম জিতে ৩-১ ফলে এগিয়ে যান পঙ্কজ। তবে পঞ্চম ফ্রেমে আবারও কামব্যাক করেন বাবর। এরপর পরপর তিনটি ফ্রেম জিতে ৬-২ ফলে এগিয়ে যান পঙ্কজ।

কিন্তু তা সত্ত্বেও হাল ছাড়েননি পাকিস্তানের বাবর। পরপর তিনটি ফ্রেম জিতে ৬-৫ ফলে আনেন বাবর। আর শেষ ফ্রেমে দুর্দান্ত ৩৫ ব্রেক পয়েন্ট স্কোর করে খেতাব জিতনেন পঙ্কজ।

আর এই জয়ের সঙ্গে ১৪ দিনের ব্যবধানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জিতলেন পঙ্কজ। আর এর জেরে ১১ বার এশিয়া সেরা ও ২৪ বার বিশ্বসেরার তকমা পেলেন ভারতীয় এই স্নুকার।

জয়ের পর পঙ্কজ বলেন, “আমি যেন স্বপ্নের মধ্যে রয়েছি। এতদিন টেবিল থেকে দূরে থেকে, পরপর দুটি খেতাব জিতে বুঝে গিয়েছি যে আমার প্রত্যয় ও জেতার খিদে এতটুকুও কমেনি। এই দুটি জিতে খুবই ভাগ্যবান বোধ করছি। খুব খুশি যে দেশের হয়ে দুটি পদক জিতে বাড়ি ফিরব।”

আরও পড়ুন:এবার আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলে হস্তক্ষেপ তালিবানের, সরিয়ে দেওয়া হল বোর্ড প্রধানকে

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version