ফের ঘূর্ণাবর্ত সপ্তাহের শেষে, ২৮ তারিখ দুর্ভোগ চরমে; জেলাগুলিকে সতর্কবার্তা নবান্নর

এখনও জমা জল শহরের বহু জায়গায় । এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরের উপর ফের ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সপ্তাহের শেষে । এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷আগামী ২৪ তারিখ নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপর নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে । যা ক্রমশ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে । এই নিম্নচাপটি পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করে ঘূর্ণাবর্তে পরিণত হবে । ফলে ২৬তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷

আরও পড়ুন- বিজেপি ভয় পেয়েছে, তৃণমূলকে আটকানো যাবে না; ত্রিপুরা থেকে ফিরে বিস্ফোরক কুণাল

আগামী ২৭ তারিখ সোমবার ফের একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে মধ্য বঙ্গোপসাগরে । এই ঘূর্ণাবর্তের অভিমুখ থাকবে বাংলা ও ওড়িশা উপকূলের দিকে । এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । রবিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল নবান্ন। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হবে তা ভেবে পাচ্ছেন না শহরবাসী ৷

পুজোর মুখে জোড়া ঘূর্ণাবর্তই আসবে দক্ষিণ চিন সাগর থেকে। আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস মাথায় রেখেই নবান্ন এই সতর্কতা জারি করল।

তবে কলকাতা, হাওড়া, হুগলি মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় বৃষ্টির পরিমাণ কম হবে। তবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। উত্তর বঙ্গোপসাগরে হওয়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা প্রবলভাবে সক্রিয়। আর তার জেরেই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে।

 

advt 19

 

Previous articleডুরান্ড কাপের সেমিফাইনালে মহামেডান
Next articleএবার টার্গেট গোয়া! ব্লু-প্রিন্ট তৈরি তৃণমূলের