ভয়াবহ বিস্ফোরণ বেঙ্গালুরুতে, মৃত্যু হয়েছে ৩ জনের, জখম ৪

ভয়াবহ বিস্ফোরণ বেঙ্গালুরুর এক বাজির গোডাউনে। মৃত্যু হয়েছে ৩ জনের। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। ঘটনাস্থলেই দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তিনিও মারা যান।

বেঙ্গালুরুর ভিভি পুরম পুলিশ থানার কাছে চামরাজপেটে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনাস্থলে পৌঁছেয় দমকলের ফায়ার ইঞ্জিনও। দমকল জানিয়েছে, এদিন সাড়ে ১২টা নাগাদ কে আর মার্কেটের ওই গোডাউনেই বিস্ফোরণটি ঘটে৷ দোকানের কাছেই রাখা ছিল কতগুলি বাইক৷ সেগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়৷ এছাড়া বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে৷ তবে একজন বাদে বাকি দু’জনের নাম পরিচয় জানা গিয়েছে৷

আরও পড়ুন: বেআইনি দখলদারি উচ্ছেদে রণক্ষেত্র অসমের দরং, পুলিশের গুলিতে মৃত ২

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনও স্পষ্ট ধারণা দিতে পারেনি পুলিশ। এক পুলিশ কর্মকর্তা জানান, এখনও পর্যন্ত শুধুমাত্র প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। তাঁর কথায়, ‘আমরা ওই স্থানে বাজি খুঁজে পেয়েছি, কিন্তু আমরা ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ডগ স্কোয়াডকেও ডেকেছি। তারা এলাকায় তল্লাশি চালাবে। আমরা কিছু সময়ের মধ্যে একটি পরিষ্কার ছবি পাব।’

advt 19

 

Previous article২৭ সেপ্টেম্বরের ভারত বনধে কৃষকদের পাশে কংগ্রেস, বাম, টিডিপিও
Next article‘অধীর চৌধুরীর ভরসা ভারতীয় জনতা পার্টি’মন্তব্য দিলীপ ঘোষের