Sunday, August 24, 2025

আদালতে মিথ্যে তথ্য, ত্রিপুরা হাইকোর্টে ভর্ৎসিত বিপ্লব দেব সরকার

Date:

আদালতেও মিথ্যে তথ্য দিল বিপ্লব দেব (Biplab Dev)সরকার। ভর্ৎসনা করল ত্রিপুরা হাউকোর্ট। তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) কেন অত শরীর খারাপ নিয়েও খোয়াই থানার নোটিশে (Notice) সাড়া দিতে গিয়েছিলেন? বৃহস্পতিবার, ত্রিপুরা হাইকোর্টে তা হাড়ে হাড়ে বুঝল বিপ্লব দেবের পুলিশ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)-সহ ৬জনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে মামলা সাজিয়েছিল ত্রিপুরার পুলিশ। এই মামলায় তৃণমূলের কোয়াশিং পিটিশনের শুনানিতে প্রথমদিন অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন পুলিশের তদন্ত শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ৪১-এ-র নোটিশ দেয় আদালত। এদিন, শুনানিতে আইনজীবীরা বলেন, সেখানে তদন্ত শেষ হয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে, সেখানে কীভাবে ৪১-এ-র অধীন নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন:‘জন্মদিনে’ রেকর্ড টিকার টার্গেট: মধ্যপ্রদেশে ভ্যাকসিন না নিয়েও মিলছে শংসাপত্র

একই সঙ্গে প্রধান বিচারপতির এজলাসে তৃণমূলের পক্ষের আইনজীবী আইনজীবী সিদ্ধার্থ লুথরা ও বিশ্বজিৎ দেব বলেন, সরকার মিথ্যে বলেছিল। তারপর কুণাল ঘোষকে নোটিশ পাঠিয়েছে। উনি 21/9 কমপ্লাই করেছেন। প্রধান বিচারপতি নোটিশ ও নথি দেখতে চান। আইনজীবীরা পেশ করেন। প্রমাণ হয়ে যায় পুলিশ দ্বিচারিতা করছে।

এই দেখে সরকারকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, সরকারের তরফ থেকে মিথ্যে বলা হচ্ছে আদালতে। এটা দুর্ভাগ্যজনক।
কুণাল ঘোষের নথি দেখার পর কোর্ট বলে দেয়, আর কাউকে নোটিশ পাঠানো যাবে না। পরবর্তী শুনানির জন্য সময় চায় রাজ্য। কারণ, এ জি ছিলেন না। পুজোর পর ফের শুনানি। ঘটনায় মুখ পুড়েছে পুলিশের।

এখনও ত্রিপুরাতেই হাসপাতালে চিকিৎসাধীন কুণাল ঘোষ। এদিন বিকেলেই আনা হতে পারে কলকাতায়।

 

Related articles

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...
Exit mobile version