‘একমাত্র মমতাই মোদির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন’, বললেন জহর সরকার

এই প্রথম কোনও রাজনৈতিক সভায় বক্তব্য রাখলেন প্রসার ভারতীর প্রাক্তন প্রধান তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার। গত অগাস্ট মাসেই তিনি রাজ্যসভার সাংসদ পদে শপথ নেন। শুক্রবার ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে বক্তব্য রাখেন জহর সরকার। তিনি জানান, তিনি এই প্রথম রাজনৈতিক সভায় বক্তব্য রাখছেন।

জহর সরকারের কথায়, “প্রথম রাজনৈতিক সভায় প্রথম বক্তব্য রাখছি।” বহু মানুষের প্রশ্ন, কেন IAS হয়ে সক্রিয় রাজনীতিতে? তাঁর উত্তর, “ভারতবর্ষ একটি দানবিক শক্তিকে দখল করেছে। যারা দেশকে গ্রাস করেছে। আমি সারা দেশে দেখেছি কোনও দল ওই শক্তির বিরুদ্ধে লড়ছে না। সবাইকে নিয়ে নিয়েছে।”

আরও পড়ুন: সাইনবোর্ড খুললেন কল্যাণী! এবার তৃণমূলে রায়গঞ্জের বিজেপি বিধায়ক?

তিনি আরও বলেন, “দেশকে একমাত্র ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে পারে দেশের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি লড়াই করছেন। সারা দেশে আমি অনেক রাজনৈতিক দল দেখেছি, কেউ পারবে না। একমাত্ৰ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গীরা মোদির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন। ওনাকে ভবানীপুর থেকে জিতিয়ে ইতিহাস তৈরি করুন।”

advt 19

 

Previous articleসাইনবোর্ড খুললেন কল্যাণী! এবার তৃণমূলে রায়গঞ্জের বিজেপি বিধায়ক?
Next articleজুটমিল শ্রমিকদের সমস্যা সমাধানে শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠক