আফগানিস্তান নিয়ে পাকিস্তানের নাক গলানো’ পছন্দ নয় , ইমরানকে স্পষ্ট বার্তা তালিবদের

আফগানিস্তানে (Afghanistan) সরকার গঠন ও পরিচালনা নিয়ে তালিবান নেতৃত্তের (Taliban) মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে (Taliban) । অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এদিকে এই জেহাদি সংগঠনটির ঘরোয় কোন্দল নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (prime Minister of Pakistan, Imran Khan) আফগানিস্তানের নতুন সরকারকে তোতাপাখি বলে কটাক্ষ করেছিলেন । আর তাতেই বেজায় চটেছে জেহাদি সংগঠনের শীর্ষ কর্তারা । এবার পাক প্রধানমন্ত্রীকে তারাও ‘তোতাপাখি’ এবং শক্তিহীন বলল । জেহাদি সংগঠনটি সাফ জানিয়ে দিল, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে পাকিস্তানকেও ছেড়ে কথা বলবে না তালিবান।

 

 

যদিও ইমরান খান সাফাই গেয়েছেন যে তিনি তালিবান নেতৃত্বকে তোতাপাখি বলতে চাননি। তিনি ভেবেছিলেন নতুন সরকারের উপরেও একচ্ছত্রভাবে প্রভাব বিস্তার করবে আমেরিকা। সেই আশঙ্কা থেকে

তালিবান নেতৃত্বকে তোতাপাখি বলে সম্বোধন করেছেন তিনি । কিন্তু ইমরানের এই কথায় চিড়ে ভেজেনি। তালিবরা স্পষ্ট হুমকি দিয়েছে পাক প্রধানমন্ত্রীকে। জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান যেন নিজের কাজে মন দেয়। আফগানিস্তান নিয়ে ভাবার দরকার নেই

advt 19

Previous articleরাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে Z ক্যাটাগরির নিরাপত্তা, দায়িত্বে ৩৫ জন CISF
Next articleক্রিকেটারদের জন‍্য নতুন পেনশনের প্রস্তাব আনতে চলেছে বিসিসিআই