Saturday, May 3, 2025

ফের জ্বরে মালদহে মেডিক্যালে বলি পাঁচমাসের এক শিশু, উদ্বেগ বাড়ছে প্রশাসনের

Date:

একদিকে উৎসবের মরশুম। তার উপর কোভিডের তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি। এরইমাঝে দোসর শিশুদের জ্বর। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বরে শিশুমৃত্যুর ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। জ্বর, কাশি,শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি শতাধিক। গতকাল রাতে ফের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক পাঁচমাসের শিশুর মৃত্যু হয়। এইনিয়ে গত কয়েকদিনে মোট ৯টি শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, রবিবার থেকেই রাজ্যে শুরু দুর্যোগ

মৃত শিশুর বাড়ি মালদহের মোথাবাড়ির বাঙ্গিটোলা এলাকায়। পরিবার সূত্রের খবর, দীর্ঘ কয়েকদিন ধরেই জ্বর,সর্দি ও শ্বাসক্ষটের সমস্যায় ভুগছিল সে। শুক্রবার তাকে মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটিকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। পাশাপাশি শিশুটির হৃদযন্ত্রেও সমস্যা ছিল বলে চিকিৎসার তেমন সুযোগ মেলেনি।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা। উত্তরবঙ্গে জ্বরে শিশু মৃত্যুর ঘটনা যেন এখন রোজকার নামচা হয়ে দাঁড়িয়েছে।  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, গত ৩ দিনে সেখানে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শিলিগুড়ি, নকশালবাড়ি, খড়িবাড়ি থেকে আসা ওই ৩ শিশুর জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ ছিল। এমনকি বীরভূম ও পূর্ব বর্ধমানে গত ২ সপ্তাহে প্রায় ১৬০ জন শিশু জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। যদিও এই জ্বরের সঙ্গে কোভিডের কোনও যোগ নেই বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। তারা এই জ্বরকে ঋতু পরিবর্তনের কারণ হিসেবেই দেখছেন। তবে জ্বরে মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের স্বাস্থ্য দফতরের।

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version