Friday, November 14, 2025

রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে রবি স্মরণে মোদি, বাংলায় করলেন কবিতা পাঠ

Date:

একাধিক ইস্যুতে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রসঙ্ঘের(United Nations) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের(Rabindranath Tagore) লেখনি উদ্ধৃত করে এই ইস্যুকে তুলে ধরলেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। বাংলায় তিনি পাঠ করলেন কবিগুরুর লেখা, “শুভ কর্মপথে ধর নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান।”

এদিকে অধিবেশনে আচার্য চাণক্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সঠিক সময়ে সঠিক কাজ করা দরকার। সময় পেরিয়ে গেলে ওই কাজ আর সফল হয় না। রাষ্ট্রসঙ্ঘের উচিত নিজেদের প্রাসঙ্গিকতা ঘরে রাখা এবং তা আরও কার্যকরী করা। রাষ্ট্রসঙ্ঘের মত মঞ্চকে তার বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। রাষ্ট্রসঙ্ঘের উপরে উঠছে নানা প্রশ্ন। জলবায়ু সমস্যা এবং কোভিড ছাড়াও দুনিয়ার বিভিন্ন জায়গায় চলা ছায়াযুদ্ধ, সন্ত্রাসবাদ ও আফগানিস্তান সঙ্কট এই প্রশ্নগুলিকে আরও জোরালো করেছে।

আরও পড়ুন:সন্ত্রাসকে যারা রাজনৈতিক অস্ত্র বানায় বিপদ তাদেরও: রাষ্ট্রসঙ্ঘে মোদির নিশানায় পাকিস্তান

পাশাপাশি করোনার উৎস সম্পর্কে চিনকে খোঁচা দিয়ে মোদি এদিন বলেন, ‘কোভিডের উৎসসন্ধান ও ব্যবসা বান্ধব পরিবেশের তালিকা নিয়ে ধাক্কা খেয়েছে রাষ্ট্রসঙ্ঘের বিশ্বাসযোগ্যতা। আন্তর্জাতিক পরিস্থিতি, বিধি ও মূল্যবোধ মেনে চলা উচিত রাষ্ট্রসঙ্ঘের।’ সবশেষে গুরুদেব রবীন্দ্রনাথের লেখা পাঠ করে মোদি বলেন, ‘নিজের শুভ কর্মপথে নির্ভীক হয়ে এগিয়ে যাও। সকল দুর্বলতা ও শঙ্কার অবসান হোক। এটা রাষ্ট্রসঙ্ঘের জন্য যতটা প্রাসঙ্গিক ততটাই অন্য দায়িত্বশীল দেশগুলির জন্য। এতে বিশ্বে শান্তি ও সৌহার্দ্য বাড়বে।’

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version