বিদ্যাসাগরের জন্মদিনে বাঙালির ঘরে ঘরে পালিত হোক শিক্ষক দিবস, আবেদন বাংলা পক্ষের

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির জাতীয় শিক্ষক। শিক্ষার প্রসারে, মূলত নারী শিক্ষার প্রসারে, সমাজ সংস্কারে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর লেখা বর্ণপরিচয়ের হাত ধরেই বাঙালি অক্ষর জ্ঞান লাভ করে। তাই তাঁর জন্মদিনই হল বাংলার প্রতিটি মানুষের কাছে জাতীয় শিক্ষক দিবস।

আজ, ২৬ সেপ্টেম্বর। বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের জন্মজয়ন্তী। তাই সারা বাংলা জুড়ে বাংলার জাতীয় শিক্ষক দিবস পালন করল রাজনৈতিক সচেতন অরাজনৈতিক সংগঠন “বাংলা পক্ষ”। বাংলার প্রতিটা জেলাতেই বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা উৎসাহ ও উদ্দীপনার সাথে শিক্ষক দিবস পালন করছে। প্রতিটা জেলার একজন বিশিষ্ট শিক্ষককে “জাতীয় শিক্ষক” সম্মাননায় ভূষিত করা হয়েছে।

বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সকালে রানাঘাট এবং বিকেলে বারাসাতে শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ নেন। শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতা জেলার শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ নেয়। মনোজিৎ বন্দ্যোপাধ্যায় বর্ধমানের অনুষ্ঠানে অংশ নেন।

বিদ্যাসাগরকে জন্মদিন আগামীতে প্রতিটা বাঙালির ঘরে ঘরে শিক্ষক দিবস হিসাবে পালিত হবে, এই আশা রেখেই এদিন একাধিক কর্মসূচি নেয় বাংলা পক্ষ।

আরও পড়ুন- ত্রিপুরায় আইনের শাসন নেই: বিপ্লব দেব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের advt 19

 

Previous articleত্রিপুরায় আইনের শাসন নেই: বিপ্লব দেব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের
Next articleমানববন্ধু-র উদ্যোগে বাঁচানোর তাগিদে বাঁচাতে শেখা