আজ ভবানীপুর উপনির্বাচনের প্রচারে সুপার সানডে। ভোটে আগে প্রচারে ঝড় তুলতে এটাই শেষ রবিবার। এদিন, তৃণমূল সুপ্রিমো তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) একই মঞ্চে যৌথ নির্বাচনী সভা করবেন। দুই হেভিওয়েটের প্রচারসভা ঘিরে উদ্দীপনায় ফুটছে ঘাসফুল শিবির। তৃণমূলের (Tmc) সবস্তরের নেতা-কর্মী-সমর্থকদের জন্যই প্রকৃত অর্থে এটা ‘সুপার সানডে’। বৃষ্টি হলে যাতে মমতা-অভিষেকের সভায় বিঘ্ন না ঘটে, তার জন্য ভবানীপুরের (Bhawanipur) পদ্মপুকুরের সভায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিন, ৭০ নম্বর ওয়ার্ডে পদ্মপুকুর এলাকার গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের প্রচারসভা কথা ছিলই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানকার ভোটারদের সঙ্গে জনসংযোগ, দলীয় কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ওই সভাতেই অভিষেকের সঙ্গে থাকবেন তৃণমূল নেত্রীও। এই সভা করে নিজের বাসভবনের অদূরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে সভা করবেন তৃণমূল নেত্রী। এবং সেখান থেকেই আনুষ্ঠানিক ভাবে ভবানীপুর উপনির্বাচনের জন্য নিজের প্রচার পর্ব আনুষ্ঠানিক ভাবে শেষ করবেন বলে জানা যাচ্ছে।
