এক মুক ও বধির যুবতীকে ধর্ষণ করে খুন করার চেষ্টা করা হল। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবতী । অভিযুক্ত যুবককে গ্রেফতার করার জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক থানা এলাকায়। গুরুতর জখম যুবতীকে মানিকচক গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

যুবতীর পরিবারের সূত্রে জানা গেছে প্রতিদিনের নত গতকাল জমিতে চাষের কাজের জন্য গিয়েছিল। কিন্তু যে নিদিষ্ট সময়ে বাড়ি ফেরে। গতকাল যুবতী ফেরে নি। তাই সন্ধ্যার পর তারা খোঁজাখোজি শুরু করে। তবুও যুবতীর কোন খোঁজ পাওয়া যায় নি। রাত আটটার নাগাদ অর্ধনগ্ন অবস্থায় বাড়িতে ফেরে। প্রশ্ন করতেই ঘটনার বিবরণ দেয়। এরপর মানিকচক থানাতে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযুক্ত যুবক মানিকচকের নুরপুর গ্রামের মজিফুল শেখ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যুবতীকে ধর্ষণ করে তাকে বেধড়ক মারধর করা হয়। প্রমাণ লোপাটের জন্য খুন করার চেষ্টা করা হয়। যুবতীটি অচৈতন্য হয়ে গেলে অভিযুক্ত যুবক মনে করে মৃত্যু হয়েছে। এরপর তাকে ছেড়ে পালায় অভিযুক্ত।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পলাতক। তশ্লাশি শুরু হয়েছে।
