মাতৃত্বের একমাস পূর্ণ করলেন নুসরত, শেয়ার করলেন ছবিও

শ্যুটিং ফ্লোরে নুসরত, অন্তঃসত্ত্বা অবস্থায় কাজে ব্যস্ত অভিনেত্রী
নুসরত জাহান

অনেক বিতর্কের মাঝেই ঠিক এক মাস আগে ছেলের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান। রবিবার তাঁর মাতৃত্বের এক মাস বয়স হল। ছেলে ঈশান জে দাশগুপ্তের এক মাস পূর্তিতে তাই কেক কেটে উদযাপন করলেন নুসরত। কেকের ছবিও দিলেন ইনস্টাগ্রামে।

আরও পড়ুন:টুথব্রাশ রাখার নিয়ম জানেন? বিধি না মানলে বিপদ হতে পারে

রবিবার নীল রঙের একটি কেক কাটলেন নুসরত। কেকটিতে ইংরেজি হরফে বড় করে ঈশানের নাম লেখা। নীচে লেখা, ‘শুভ এক মাস’। ভালুক, চাঁদ, বল— কেকের উপর নানারকম রংবেরঙের খেলনা যত্ন করে সাজানো হয়েছে।
যদিও এখনও পর্যন্ত ছেলের কোনও ছবি নেটদুনিয়ায় দেননি মা নুসরত। তবে একরত্তির জন্য আসা হরেকরকম গিফটের ছবি দেন তার মা, নুসরত। সবমিলিয়ে মাতৃত্বের দিনগুলি দারুণ উপভোগ করছেন নুসরত। পাশে সবসময় রয়েছেন ঈশানের বাবা,অভিনেতা যশ দাশগুপ্তও।

advt 19