প্রয়াত অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বাবা

প্রয়াত অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বাবা শনিবার গভীর রাতে প্রয়াত হন তিনি। মাকে কয়েক বছর আগেই হারিয়েছেন । এবার চলে গেলেন বাবা। শ্রীলেখার বাবা আজীবন বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন। ছোট থেকেই সেই পরিবেশে বড় হয়েছেন শ্রীলেখা। নিজের মধ্যেও সেই মতাদর্শ ধীরে ধীরে তৈরি হয়েছিল। বাবার আদর্শেই নিজের রাজনৈতিক সত্তাা , মানসিকতাা , চিন্তা তৈরি করেছিলেন শ্রীলেখা। গত বিধানসভা নির্বাচনের আগে বামপন্থী প্রার্থীদের সমর্থনে বহু সভা, মিছিল, বক্তৃতায় সক্রিয় অংশ নিয়েছিলেন তিনি। আর সেসব কিছুই তিনি বাবার অনুপ্রেরণাতেই করেছিলেন ।

মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রাখতেন শ্রীলেখা। বাবা তাঁর প্রিয় বন্ধু ছিলেন। গত ২৮ জুলাই বাবার সঙ্গে শেষ ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন শ্রীলেখা। কোনও পারিবারিক ঘরোয়া অনুষ্ঠানে বাবা এবং মেয়েকে নিয়ে গিয়েছিলেন শ্রীলেখা। সেখানে বাবার এবং তাঁর পোশাকের রং এক ছিল। তাই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘বাবা, আমি সেম সেম’।

advt 19

Previous articleমাতৃত্বের একমাস পূর্ণ করলেন নুসরত, শেয়ার করলেন ছবিও
Next articleটি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হতে পারে দর্শক ভর্তি স্টেডিয়ামে