Wednesday, August 27, 2025

ভবানীপুরে ভোটগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি, দিল্লিতে থেকেও ডাক পেলেন না সুকান্ত-দিলীপ

Date:

Share post:

দিল্লিতে থেকেও বাংলার নির্বাচন নিয়ে কমিশনে (Commission) যাওয়া বিজেপির প্রতিনিধিদলে ডাক পেলেন না সুকান্ত মজুমদার (Sukanta Majumder), দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। ৩০ তারিখ ভবানীপুরে উপনির্বাচন। সোমবার, শেষবেলার প্রচারে সেখানে গিয়ে গোলমাল বাধানোর চেষ্টা করে বিজেপি (Bjp)। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকি দিতে দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দেহরক্ষীদের। এই ঘটনায় উল্টে রাজ্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছে গেরুয়া শিবির। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ১৪৪ধারা জারি করে ভোট করানোর দাবিতে, মঙ্গলবার দিল্লিতে (Delhi) নির্বাচন কমিশন যান বিজেপির প্রতিনিধিরা। দলে ছিলেন ভূপেন্দ্র যাদব, অনুরাগ ঠাকুর, মুখতার আব্বাস নাকভি। অথচ দিল্লিতে থেকেও সেই প্রতিনিধি দলে ডাক পাননি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার।

সোমবার, সন্ধেয় বিজেপির বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিল্লি গিয়েছেন। সেখানে তাঁদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সোমবার, ভবানীপুরে গোলমাল যাঁকে ঘিরে, সেই দিলীপ ঘোষ রাজধানীতে উপস্থিত। তা সত্ত্বেও ভবানীপুরে নির্বাচন কমিশনে যাওয়া প্রতিনিধিদলের তাঁদের স্থান না পাওয়ায় জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লির নেতারা যে কখনোই বঙ্গ বিজেপি নেতাদের গুরুত্ব দেন না, সেটা আরও একবার প্রমাণিত। আবার কারও মতে, সোমবারের ঘটনায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেই অভিযোগ উঠতে পারে। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। আবার কালীঘাটে দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে গিয়ে ধুন্ধুমার বাধিয়েছিলেন সুকান্ত মজুমদার। অস্বস্তি এড়াতেই এ দুজনকে নির্বাচন কমিশনে নিয়ে যাননি বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন:সম্প্রীতির এক অনন্য নজির,মন্দির ভাঙা আটকাতে দিল্লি হাইকোর্টে মুসলিম বাসিন্দারা


 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...