Thursday, December 11, 2025

ভবানীপুরে ভোটগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি, দিল্লিতে থেকেও ডাক পেলেন না সুকান্ত-দিলীপ

Date:

Share post:

দিল্লিতে থেকেও বাংলার নির্বাচন নিয়ে কমিশনে (Commission) যাওয়া বিজেপির প্রতিনিধিদলে ডাক পেলেন না সুকান্ত মজুমদার (Sukanta Majumder), দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। ৩০ তারিখ ভবানীপুরে উপনির্বাচন। সোমবার, শেষবেলার প্রচারে সেখানে গিয়ে গোলমাল বাধানোর চেষ্টা করে বিজেপি (Bjp)। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকি দিতে দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দেহরক্ষীদের। এই ঘটনায় উল্টে রাজ্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছে গেরুয়া শিবির। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ১৪৪ধারা জারি করে ভোট করানোর দাবিতে, মঙ্গলবার দিল্লিতে (Delhi) নির্বাচন কমিশন যান বিজেপির প্রতিনিধিরা। দলে ছিলেন ভূপেন্দ্র যাদব, অনুরাগ ঠাকুর, মুখতার আব্বাস নাকভি। অথচ দিল্লিতে থেকেও সেই প্রতিনিধি দলে ডাক পাননি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার।

সোমবার, সন্ধেয় বিজেপির বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিল্লি গিয়েছেন। সেখানে তাঁদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সোমবার, ভবানীপুরে গোলমাল যাঁকে ঘিরে, সেই দিলীপ ঘোষ রাজধানীতে উপস্থিত। তা সত্ত্বেও ভবানীপুরে নির্বাচন কমিশনে যাওয়া প্রতিনিধিদলের তাঁদের স্থান না পাওয়ায় জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লির নেতারা যে কখনোই বঙ্গ বিজেপি নেতাদের গুরুত্ব দেন না, সেটা আরও একবার প্রমাণিত। আবার কারও মতে, সোমবারের ঘটনায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেই অভিযোগ উঠতে পারে। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। আবার কালীঘাটে দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে গিয়ে ধুন্ধুমার বাধিয়েছিলেন সুকান্ত মজুমদার। অস্বস্তি এড়াতেই এ দুজনকে নির্বাচন কমিশনে নিয়ে যাননি বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন:সম্প্রীতির এক অনন্য নজির,মন্দির ভাঙা আটকাতে দিল্লি হাইকোর্টে মুসলিম বাসিন্দারা


 

spot_img

Related articles

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণে জট! সব পক্ষকে ফের বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণের দীর্ঘস্থায়ী জট কাটাতে ফের বৈঠকে বসতে হবে রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব দফতরকে—এমনই নির্দেশ...

এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন! কৃষ্ণনগরের সভা থেকে শাহকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বিজেপি...

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন: আওয়ামি লীগকে ছাড়াই পড়শি দেশে ভোট!

নির্বাচন ঘোষণা করে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। চলতি ডিসেম্বরেই দামামা বেজে গেল সেই নির্বাচনের। ২০২২ সালে এরকমই একটি...

প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় নাবালিকার সম্মতি গ্রাহ্য নয়, জানাল হাইকোর্ট

প্রেমের সম্পর্কে জড়ালেও নাবালিকার ‘সম্মতি’ আইনি স্বীকৃতি পেতে পারে না— এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল কলকাতা হাইকোর্ট। পকসো আইনের...