Monday, November 10, 2025

ভবানীপুরে ভোটগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি, দিল্লিতে থেকেও ডাক পেলেন না সুকান্ত-দিলীপ

Date:

Share post:

দিল্লিতে থেকেও বাংলার নির্বাচন নিয়ে কমিশনে (Commission) যাওয়া বিজেপির প্রতিনিধিদলে ডাক পেলেন না সুকান্ত মজুমদার (Sukanta Majumder), দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। ৩০ তারিখ ভবানীপুরে উপনির্বাচন। সোমবার, শেষবেলার প্রচারে সেখানে গিয়ে গোলমাল বাধানোর চেষ্টা করে বিজেপি (Bjp)। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকি দিতে দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দেহরক্ষীদের। এই ঘটনায় উল্টে রাজ্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছে গেরুয়া শিবির। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ১৪৪ধারা জারি করে ভোট করানোর দাবিতে, মঙ্গলবার দিল্লিতে (Delhi) নির্বাচন কমিশন যান বিজেপির প্রতিনিধিরা। দলে ছিলেন ভূপেন্দ্র যাদব, অনুরাগ ঠাকুর, মুখতার আব্বাস নাকভি। অথচ দিল্লিতে থেকেও সেই প্রতিনিধি দলে ডাক পাননি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার।

সোমবার, সন্ধেয় বিজেপির বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিল্লি গিয়েছেন। সেখানে তাঁদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সোমবার, ভবানীপুরে গোলমাল যাঁকে ঘিরে, সেই দিলীপ ঘোষ রাজধানীতে উপস্থিত। তা সত্ত্বেও ভবানীপুরে নির্বাচন কমিশনে যাওয়া প্রতিনিধিদলের তাঁদের স্থান না পাওয়ায় জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লির নেতারা যে কখনোই বঙ্গ বিজেপি নেতাদের গুরুত্ব দেন না, সেটা আরও একবার প্রমাণিত। আবার কারও মতে, সোমবারের ঘটনায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেই অভিযোগ উঠতে পারে। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। আবার কালীঘাটে দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে গিয়ে ধুন্ধুমার বাধিয়েছিলেন সুকান্ত মজুমদার। অস্বস্তি এড়াতেই এ দুজনকে নির্বাচন কমিশনে নিয়ে যাননি বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন:সম্প্রীতির এক অনন্য নজির,মন্দির ভাঙা আটকাতে দিল্লি হাইকোর্টে মুসলিম বাসিন্দারা


 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...