Monday, August 25, 2025

ভবানীপুরে ভোটগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি, দিল্লিতে থেকেও ডাক পেলেন না সুকান্ত-দিলীপ

Date:

দিল্লিতে থেকেও বাংলার নির্বাচন নিয়ে কমিশনে (Commission) যাওয়া বিজেপির প্রতিনিধিদলে ডাক পেলেন না সুকান্ত মজুমদার (Sukanta Majumder), দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। ৩০ তারিখ ভবানীপুরে উপনির্বাচন। সোমবার, শেষবেলার প্রচারে সেখানে গিয়ে গোলমাল বাধানোর চেষ্টা করে বিজেপি (Bjp)। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকি দিতে দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দেহরক্ষীদের। এই ঘটনায় উল্টে রাজ্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছে গেরুয়া শিবির। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ১৪৪ধারা জারি করে ভোট করানোর দাবিতে, মঙ্গলবার দিল্লিতে (Delhi) নির্বাচন কমিশন যান বিজেপির প্রতিনিধিরা। দলে ছিলেন ভূপেন্দ্র যাদব, অনুরাগ ঠাকুর, মুখতার আব্বাস নাকভি। অথচ দিল্লিতে থেকেও সেই প্রতিনিধি দলে ডাক পাননি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার।

সোমবার, সন্ধেয় বিজেপির বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিল্লি গিয়েছেন। সেখানে তাঁদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সোমবার, ভবানীপুরে গোলমাল যাঁকে ঘিরে, সেই দিলীপ ঘোষ রাজধানীতে উপস্থিত। তা সত্ত্বেও ভবানীপুরে নির্বাচন কমিশনে যাওয়া প্রতিনিধিদলের তাঁদের স্থান না পাওয়ায় জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লির নেতারা যে কখনোই বঙ্গ বিজেপি নেতাদের গুরুত্ব দেন না, সেটা আরও একবার প্রমাণিত। আবার কারও মতে, সোমবারের ঘটনায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেই অভিযোগ উঠতে পারে। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। আবার কালীঘাটে দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে গিয়ে ধুন্ধুমার বাধিয়েছিলেন সুকান্ত মজুমদার। অস্বস্তি এড়াতেই এ দুজনকে নির্বাচন কমিশনে নিয়ে যাননি বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন:সম্প্রীতির এক অনন্য নজির,মন্দির ভাঙা আটকাতে দিল্লি হাইকোর্টে মুসলিম বাসিন্দারা


 

Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...
Exit mobile version