Sunday, January 18, 2026

ভারী বৃষ্টির পূর্বাভাস, অরূপ বিশ্বাসের উদ্যোগে কন্ট্রোল রুম খোলা হল বিদ্যুৎ ভবনে

Date:

Share post:

নিম্নচাপ  ও ভারী বৃষ্টির পূর্বাভাসের (Heavy Rain fall alert) কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ ভবনে ২৪ ঘন্টার কন্ট্রোল রুমে খোলা হয়েছে (Control Room) । এদিন সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Minister Arup Biswas) । ছিলেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী সুরেশ কুমার, সি.এম.ডি-ডব্লু.বি.এস.ই.ডি.সি.ল শ্রী শান্তনু বোস ও বিদ্যুৎ দফতরের অন্যান্য অধিকর্তারা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন মাননীয় মন্ত্রী। মঙ্গলবার থেকে ৩ দিন এই কন্ট্রোল রুম চলবে বলে জানান তিনি। একই সঙ্গে মাননীয় মন্ত্রী জানান, সমস্ত অঞ্চলে মাইকিং -এর মাধ্যমে জনগণকে সচেতন করা হয়েছে। সেইসঙ্গে গ্রাহকদের এসএমএসের মাধ্যমেও অবগত করা হয়েছে। এছাড়াও যেসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মাননীয় মন্ত্রী জানিয়েছেন তা হল-

১. প্রত্যেকটি জেলায় ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা থাকবে আজ, কাল ও পরশুর জন্য। প্রয়োজনে তা আরো কয়েকদিন বাড়তে পারে। এছাড়াও জেলার আধিকারিকদের সঙ্গে বিদ্যুৎ দফতরের জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সমন্বয় সাধন করা হয়েছে।

 

২. বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের পক্ষ থেকে সব জেলার জেলা শাসক, পুলিশ সুপার, কর্পোরেশন, জেলা পরিষদ ও সি.ই.এস.সি-কে পোষ্ট, ফিডার বক্স, মিটার বক্স ও বিদ্যুতের তার যুদ্ধকালীন তৎপরতায় পরীক্ষা করার জন্য বিশেষ উপদেষ্টা পাঠানো হয়েছে।

 

৩. সংবাদপত্র ও সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সতর্কতা অবলম্বনের বিষয়ে অবগত করা হয়েছে।

 

৪. ট্রান্সফর্মার, ফিডার বক্স, সাব-স্টেশনে জল জমে থাকলে সেখানে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ চালু করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে।

 

৫. ১৮৮৯ টি মোবাইল ভ্যান এবং পর্যাপ্ত টিম সব জেলা জুড়ে প্রস্তুত রয়েছে।

 

৬. কন্ডাক্টর, কেবল এবং ট্রান্সফর্মার পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। এছাড়াও মাননীয় মন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ দফতরের টোল ফ্রি নম্বর 19121, WhatsApp number 8900793503, 8900793504 -এর মাধ্যমে যে কেউ তাদের সমস্যা ছবি সহ জানাতে পারবেন।

মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় আবার বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুমে সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

advt 19

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...