জলের তলায় জ‍্যাভলিন থ্রো নীরজের, ভাইরাল ভিডিও

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) জ‍্যাভলিনে দেশকে সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া( Neeraj Chopra)। স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ‍্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জয় করেছেন তিনি। এরপর থেকেই দেশের নয়নের মনি হয়ে উঠেছেন নীরজ। পদক জয়ের পর দেশে ফিরেই একের পর এক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। তবে এইবার নিজের জন‍্য সময় বার করলেন নীরজ চোপড়া। ছুটি কাটাতে গিয়ে জলের তোলায় জ‍্যাভলিন ছুড়লেন তিনি। সেই ছবি পোস্ট হতেই নিমিষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই মুহূর্তে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন নীরজ। সেখানে গিয়ে স্কুবা ডাইভিং (scuba-diving) শিখছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নীরজ। সেখানে তিনি লেখেন আকাশ, “মাটি এমনকী জলের তলায়, সবসময়ই আমি জ্যাভেলিনের কথাই ভাবি। অনুশীলন শুরু হয়ে গিয়েছে।” আর এই ভিডিও পোস্ট হতেই নিমিষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:কেকেআরের ভেঙ্কটেসের খেলা মন কেড়েছে গাভাস্করের